সাম্প্রতিক খবর

অগাস্ট ১, ২০১৮

মরিচঝাঁপিতে হবে একটি স্মৃতিসৌধ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মরিচঝাঁপিতে হবে একটি স্মৃতিসৌধ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মরিচঝাঁপিতে একটি স্মৃতিসৌধ তৈরি করবে রাজ্য সরকার, বৃহস্পতিবার বিধানসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৭৯ সালে সুন্দরবন অঞ্চলের মরিচঝাঁপি দ্বীপে সংগঠিত হত্যাকাণ্ড হয়। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা শরণার্থীদের উচ্ছেদের জন্য তৎকালীন বাম সরকারের পুলিশ দ্বীপটি ঘিরে ফেলেছিল। দীর্ঘদিন অবরোধের ফলে অনাহারে এবং পুলিশের গুলিবর্ষণে দ্বীপের বহু মানুষ মৃত্যুবরণ করেন।

১৯৭৯ সালের ৩১ জানুয়ারি বাম সরকারের পুলিশ দ্বীপের মধ্যে ঢুকে উদ্বাস্তুদের উপর লাগাতার গুলিবর্ষণ শুরু করে। সেই স্মৃতি এখনও দগদগে ঘায়ের মতো কষ্ট দেয় রাজ্যবাসীকে। গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জানাতে এদিন স্মৃতিসৌধ গড়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে মরিচঝাঁপির কথা শুনে আসছি। উদ্বাস্তুদের স্মৃতিচিহ্ন হিসেবে এই মনুমেন্ট তৈরী করা হবে”।