সেপ্টেম্বর ২১, ২০১৮
মিশন মিলানে মমতা বন্দ্যোপাধ্যায়

জার্মানি জয়ের পর এবার ইতালি যাত্রা। ফ্র্যাঙ্কফুর্ট শিল্প সম্মেলনে সাফল্যের পর এবার ইতালির মিলানের শিল্প সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে টেনে যেভাবে ‘রক্তের সম্পর্কে’র কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন তাতে খুশি জার্মান উদ্যোগপতিরা। এবার ইতালির শিল্পপতিদের মন জয়ের পালা।
২১শে সেপ্টেম্বর মমতা ফ্র্যাঙ্কফুর্ট থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সেখানে শুরু হচ্ছে শিল্প সম্মেলন। জার্মানির মতো ইতালির বিনিয়োগকারীরাও ওই সভায় যোগ দেবেন বলে আশাবাদী অর্থমন্ত্রী অমিত মিত্র।
ইতালির ‘শিল্পহাব’ বলতে যা বোঝায় তা আছে মিলানে। সেখানকার চর্মশিল্প এবং মোটরগাড়ি শিল্পের জগৎ জোড়া খ্যাতি। কর্মসংস্থানের জন্য বৃহৎ শিল্পের প্রয়োজন। পাশপাশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও জোর দিচ্ছেন মমতা। তাই মুখ্যমন্ত্রীর পরবর্তী মিশন মিলান। শহরের গভর্নরও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।