জুলাই ২৪, ২০১৯
দেওচা পচামি খনিতে কাজ শুরু হতে চলেছে শীঘ্রই

বীরভূম জেলার দেওচা পচামির কয়লাখনিতে খুব শীঘ্রই রাজ্য সরকার কয়লা তোলার কাজ শুরু করবে।
অহেতুকভাবে তিন বছর ঢিলেমির পর অবশেষে কেন্দ্রীয় সরকার সম্প্রতি এর অনুমোদন দিয়েছে। এই অনুমোদন পাওয়ায় পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তিনি সমানে কেন্দ্রীয় সরকারকে আবেদন করে করে এই অনুমোদন হাসিল করেছেন।
কলকাতা চর্মনগরীর শিলান্যাস করার শুভ মুহূর্তে মুখ্যমন্ত্রী এই অনুমোদন পাওয়ার খবর সকলকে জানান।
ভারতবর্ষের সবথেকে বেশী কয়লা মজুত আছে এই খনিতে, এই খনি শুধু ভারতের না এশিয়ার এক অন্যতম বৃহত্তম খনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই খনিতে প্রায় ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং এই খনিতে রাজ্য সরকার প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
এই খনি শুধু এই রাজ্যের নয়, আশপাশের রাজ্যের কয়লার চাহিদাও মেটাবে। ১২.৩১ বর্গ কিলোমিটার বিস্তৃত এই খনিতে আনুমানিক ২১০.২ কোটি টন কয়লা মজুত আছে।