সাম্প্রতিক খবর

অগাস্ট ১৫, ২০১৮

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা

রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা

চিরাচরিত নিয়ম অনুযায়ী এবছরও ১৫ আগস্ট উপলক্ষে রেড রোডে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পূর্ণ মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস।

পাশপাশি হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে ছিল বিভিন্ন দপ্তরের ট্যাবলো। ছিল বিভিন্ন প্রকল্পের ট্যাবলো, যেমন রূপশ্রী, সবুজশ্রী, কন্যাশ্রী, সেফ ড্রাইভ সেভ লাইফ, সবুজ সাথী, খাদ্য সাথী।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের ট্যাবলোর থিম ছিল ‘ঐকতান’। বাংলার বৈচিত্রের মধ্যে একতাকে তুলে ধরা হয় এই ট্যাবলোতে। অংশগ্রহণ করেন বাউলশিল্পী সহ অন্যান্য লোকশিল্পীরা।