সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২০, ২০১৯

‘মাটির কথা’ পোর্টালেই প্রশ্নের সমাধান চাষিদের

‘মাটির কথা’ পোর্টালেই প্রশ্নের সমাধান চাষিদের

তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে কৃষি সমস্যা সমাধানে নয়া নজির গড়ল পশ্চিমবঙ্গ। এক বছরেই নানা ধরনের কৃষি সমস্যা নিয়ে কৃষকের ১ লক্ষ ৬০ হাজার প্রশ্নের সমাধান সূত্র দিল রাজ্যের তৈরী ‘মাটির কথা’ পোর্টাল। কৃষকদের সুবিধার্থে পোর্টালে সমস্ত বিষয় লেখা রয়েছে বাংলায়।

রাজ্যের কৃষি দপ্তরের কর্তাদের কথায়, কীটনাশক ব্যবহার ও আবহাওয়া জনিত কারণে ২৬ শতাংশ কৃষক নানা সমস্যার মুখোমুখি হতেন। সমাধান না মেলায় ফসল নষ্ট হত। রেহাই পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করেছে কৃষি দপ্তর।

৩৪১টি ব্লকের ৭০০জন কৃষি সহায়কের হাতে তুলে দেওয়া হয়েছে ট্যাব। যাঁদের কাজ হল তৃণমূল স্তরের চাষিদের সঙ্গে সরাসরি ‘মাটির কথা’ পোর্টালের যোগসূত্র গড়ে দেওয়া। পাশাপাশি চাষের উৎপাদনের ক্ষেত্রে বীজ, সার বা কীটনাশক নিয়ে সমস্যা হলে ট্যাবের মাধ্যমে ছবি তুলে পোর্টালে জানানো যাবে। রাজ্যের কৃষি দপ্তরের বিশেষজ্ঞ বা গবেষকরা ওই ছবি ও সমস্যা নিরীক্ষণ করে তাঁদের মতামত ও সমাধানসূত্র জানিয়ে দিচ্ছেন।

চালু হয়েছে টোল ফ্রি নম্বরও ১৮০০-১০৩-১১০০।

সৌজন্যেঃ এই সময়

ফাইল ফটো