জুলাই ২০, ২০১৯
উত্তরপ্রদেশের সোনভদ্র-য় আদিবাসী হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

কোনওরকম সাম্প্রদায়িক দাঙ্গা হলে (যেটা বিজেপি করে) ১৪৪ ধারা জারি করা হয়, যদিও আমরা বাংলায় কোনরকম সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিইনা। বাংলায় ১৪৪ ধার জারি করা হলেও ওরা ৫০ টি গাড়ি নিয়ে ঢোকে, প্রশাসনের কথা পর্যন্ত শোনে না। আমার মনে হয় ওদের শোনা উচিত।
প্রিয়াঙ্কা যেটা করেছিল, ৩-৪ জন কে পাঠাতে চেয়েছিল। ৩-৪ জনকে সবসময় অনুমতি দেওয়া হয়। সম্প্রতি আমাদের এখানে ভাটপাড়াতেও ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেখানেও সবাইকে ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু বাংলায় সত্যি কথা বলা হয় না,আমাদের এখানে মিথ্যে কথা বলা হয়।
উত্তরপ্রদেশে ওরা কাউকে অনুমতি দিচ্ছে না। ওখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। প্রায় ১১০০ লোক ওখানে এনকাউন্টারে মারা গেছেন। প্রতিদিন লিনচিং -এ লোক মারা যাচ্ছে, আমার মনে হয় বিষয়টি দেখা উচিত।