সাম্প্রতিক খবর

মার্চ ১১, ২০১৯

আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বিষয়ে আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বিষয়ে আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁর বক্তব্যের কিছু অংশ:

বাংলা, বিহার এবং উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন হচ্ছে। বাংলায় অশান্তি ছড়ানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি।

ওরা উচিৎ জবাব পাবে। আমরা ৪২টি আসনের সবকটিতেই জিতব।

একই অঞ্চলে এক দিনে মাত্র দুটি জায়গায় নির্বাচনের লজিক জানতে চাই। এতে আমার চাপ কম হবে, হেসে খেলে নির্বাচন করাতে পারব।

এই সুযোগে আমি অসম করতে পারব।  এই সুযোগে আমি উত্তর-পূর্ব ভারত করতে পারব।  এই সুযোগে আমি ঝাড়খণ্ড করতে পারব।

আমি কিছু প্রবীণ সাংবাদিকদের থেকে শুনেছি যে বিহার, বাংলা ও উত্তর প্রদেশকে পরিকল্পনা করে সাত দফায় নিয়ে যাওয়া হয়েছে কারণ এপ্রিল মাসে আরও একটা স্ট্রাইক করতে পারে।

যারা নির্বাচনে কাজ করবেন, নিরাপত্তা দেবেন তাদের শরীরের বিষয়টিও মাথায় রাখতে হবে। মানুষকে লাইনে দাঁড়িয়ে এই গরমে ভোট দিতে হবে।

সেই সময় আবহাওয়া পাল্টে যায়। ঝড়, ঝঞ্ঝা, কালবৈশাখী ইত্যাদি হয়। এছাড়া ওই সময় খুব গরম থাকে।

আগামীকাল সাড়ে ৩টের সময় একটি সাংবাদিক সম্মেলন হবে (স্টিয়ারিং কমিটি এবং কোর কমিটি বৈঠকের পর)।