অগাস্ট ৩০, ২০১৮
কেন্দ্রের নজরদারি নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশে যে নজরদারির সংস্কৃতি চালু করেছে, তার বিরুদ্ধে আজ কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে একটি কবিতা প্রকাশ করেন তিনি।
কবিতাটির নাম ‘উঁকি Online!’। এই উঁকি বলতে আধারের মারফত দেশব্যাপী যে নজরদারির ছক, এবং কোনও নাগরিকের ব্যাক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উঁকি Online!
উঁকি মারছে!
উঁকি মারতে মারতে
ভুলেই গেছে
যে সত্যি সত্যিই কেউ উঁকি মারছে।
কারণ উঁকি মারতে মারতে
ততক্ষণে তো বেড়ে গেছে
উঁকি মারার ঝুঁকি।
ঝুঁকিতে ঝুঁকিতে উঁকি
ঢুকে পড়েছে একেবারে
অন্দরমহলে!
কোনও রাখঢাক নেই
একেবারে উলঙ্গ উঁকি
তত্ত্বাবধানে মরীচিকা!
কী চাও?
খুঁজে পেলে?
কী অন্বেষণ?
উঁকিতে চমকালে?
-না, লাভ নেই।
জীবনটাইতো চলে গেছে
Aadhar-এর অন্দরে!
বাকী আর কী?
একটু বাজার করবে? করো
বানাও একটা উঁকির বাজার!
সারা দেশে Online বাজার করো।
আর বাজারের নাম দাও
উঁকি Online!