সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৮, ২০১৮

হিন্দি মঞ্চে ঐক্যবার্তা মুখ্যমন্ত্রীর

হিন্দি মঞ্চে ঐক্যবার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোরে রাষ্ট্রীয় বিহারী সমাজের অনুষ্ঠান আয়োজন করা হয়৷ শুক্রবার হিন্দি উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এনআরসি-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি৷

হিন্দি উৎসবের মঞ্চ থেকে এনআরসি প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অসমে আড়াই লাখ বিহারীর নাম এনআরসি তালিকার খসড়া থেকে বাদ গিয়েছে। তাছাড়া বহু বাঙালির নামও বাদ পড়েছে তালিকা থেকে। বাংলা-বিহার-ওড়িশা সব এক৷ ফের দেশভাগ হতে দেব না৷’’

বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করারও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘‘বাংলায় সবাই মিলেমিশে থাকে৷ বাংলায় সব ধর্ম সমান৷ ধর্মে ধর্মে কোনও ভেদাভেদ নেই৷ বিজেপি ভেদাভেদের রাজনীতি করে৷ আমরা তা করি না৷’’

এছাড়াও এদিনের মঞ্চ থেকে হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটি শাখা সংগঠন তৈরি করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই কমিটির সভাপতি অর্জুন সিং৷সাধারণ সম্পাদক রাজেশ সিনহা৷

সৌজন্যে: সংবাদ প্রতিদিন