সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৫, ২০১৮

মাঝেরহাট দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাঝেরহাট দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ মাঝেরহাটে ব্রিজ দুর্ঘটনা স্থলটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের চিকিৎসা সরকার করবে ও এক লক্ষ টাকা দেওয়া হবে। যারা আহত হয়েছেন, তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

এটা খুব বড় ঘটনা হতে পারত। হতাহতের সংখ্যা আরও অনেক বেশী হতে পারত। স্থানীয় মানুষ অনেকের প্রাণ বাঁচিয়েছেন। একটা দুঃখজনক মৃত্যু হয়েছে, একটা মৃতদেহ পাওয়া গেছে আজকে। দুজন নিখোঁজ ছিল, তাছাড়া সবাই ভালো আছে।

মৃত্যুর বিকল্প কখনও টাকা হয় না, চাকরি হয় না। তবুও মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের চিকিৎসা সরকার করবে ও এক লক্ষ টাকা দেওয়া হবে। যারা আহত হয়েছেন, তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

কাল এই দুর্ঘটনা ঘটার পর থেকে আমাদের পুরো টিম এবং স্থানীয় ছেলেমেয়েরা ও সমস্ত দপ্তর খুব ভালোভাবে সমস্ত কাজ করেছেন। স্থানীয় মানুষ পুরো সহযোগিতা করেছেন। আমি তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। যারা ভালো কাজ করেছে, তাঁদের আমরা পুরস্কৃত করব।

কাল সাড়ে তিনটের সময় এমার্জেন্সি মিটিং ডেকেছি। বাংলা নদীমাত্রিক অঞ্চল। সারা দেশে এরকম অনেক ব্রিজ আছে। এই পুরনো ব্রিজগুলোর কাগজপত্র অনেকসময় পাওয়া যায় না। যতটা সম্ভব টেকনিকাল এক্সপার্ট দিয়ে নিয়মিত নজর রাখা হবে।

এখানে মেট্রো রেলেরও কাজ হচ্ছিল। স্থানীয় মানুষরা বলেছেন, পাইলিং করার সময় এখানে ভূমিকম্পর মত তীব্র কম্পন হত। গত নয় বছর ধরে মেট্রো রেলের কাজ চলার জন্য এখানে অনেকরকম সমস্যা হয়। ব্রিজ মেরামতের জন্য যতদিন লাগবে, ততদিন দক্ষিণ ২৪ পরগনার মানুষের যাতায়াতের অসুবিধা হবে, তাঁদের সহযোগিতা কামনা করি। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।