Latest News

November 28, 2016

Mamata Banerjee accuses PM of misusing Govt machinery for personal vendetta

Mamata Banerjee accuses PM of misusing Govt machinery for personal vendetta

In a stinging attack on the Prime Minister, Trinamool Congress Chairperson Mamata Banerjee on Sunday said his Mann ki Baat radio programme was a “misuse” of the government machinery as it has now become ‘Modi ki Baat’.

“Modiji, you have finished India’s economy and growth. We don’t trust you or your mismatched wrong technology which you are advocating. We want technology and progress. But no section of society is to be left out and tortured while doing this (demonetisation),” the Trinamool Congress Chairperson said in a statement.

She accused the PM of doing personal vendetta personal publicity and business instead of finding solutions to the suffering & pain of millions of people.

“The women of our country will give you a befitting reply. They are the mothers of India ,” she said.

 

‘মন কি বাত’ এখন ‘মোদি কি বাত’ হয়ে গিয়েছে, কটাক্ষ মমতার

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর পক্ষকাল পেরিয়েছে৷ পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়৷ এ অবস্থায় এই প্রথমবার মন কি বাত-এর আসরে হাজির হয়েছিলেন মোদি৷ আর তাকেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, ‘মন কি বাত’ এখন ‘মোদি কি বাত’ হয়ে গিয়েছে৷ সরকারি ব্যবস্থার অপব্যবহার করছেন মোদি৷

“মানুষের ভোগান্তির সমাধান না খুঁজে, উনি নিজের প্রচার সারছেন৷ রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করছেন৷” এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রযুক্তির ব্যবহারের বিরোধী নন তিনি৷ কিন্তু প্রযুক্তির সুবিধা যাতে সব মানুষের কাছে পৌঁছয় আগে তো তা নিশ্চিত করতে হবে৷ নোট বাতিলের ফলে দেশের বহু মহিলাই জমানো টাকা নিয়ে বিপাকে পড়েছেন৷ সেদিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেশের মেয়েরা আসলে ‘মাদার অফ ইন্ডিয়া’৷ তাঁর দাবি, দেশের মেয়েরাই মোদিকে যোগ্য জবাব দেবে৷”

দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের একবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ দেশের উন্নতিও এতে অবরুদ্ধ হবে এমন আশঙ্কাও করছেন মুখ্যমন্ত্রী৷ আর তাই মানুষের ভোগান্তি যাতে মেটে সেই জন্য ধর্নায় যোগ দিয়েছেন, দিল্লিতে দ্বারস্থ হয়েছেন রাষ্ট্রপতিরও৷ তবু দুর্ভোগ যখন চলছেই তখন মানুষকে সব কষ্ট সহ্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাকেই কটাক্ষ মমতার৷