সেপ্টেম্বর ৫, ২০১৮
মাঝেরহাট-কাণ্ডে দুর্ভোগ কাটাতে অতিরিক্ত বাস

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ায় যাত্রীদের দুর্ভোগ কাটাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে পরিবহণ দপ্তর। বিভিন্ন রুটে দেওয়া হয়েছে অতিরিক্ত বাস। এই ঘটনার তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করা হচ্ছে।
বজবজ রুটে তারাতলা থেকে অতিরিক্ত পাঁচটি বাস চলবে। তারাতলা থেকে টালিগঞ্জ মেট্রো রুটে চলবে অতিরিক্ত তিনটি বাস। এছাড়াও টালিগঞ্জ মেট্রো থেকে বেহালা রুটে তিনটি বাস, বেহালা চৌরাস্তা থেকে দোস্তিপুর রুটে তিনটি বাস, বেহালা থেকে ডায়মন্ডহারবার রুটে তিনটে বাস, নিউ আলিপুর স্টেশন থেকে বেহালা চৌরাস্তা রুটে তিনটে বাস চলবে।
এসপ্ল্যানেড থেকে ডায়মন্ডহারবার যাওয়ার জন্য বেশকিছু বাসেরও বন্দোবস্ত করেছে পরিবহণ দফতর। কলকাতা ট্রাফিক সূত্রে খবর, মূলত বেহালাগামী দক্ষিণ কলকাতার বাস ও অন্য যে সব বাস হেস্টিংস ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড ধরে যাবে, সেগুলির রুট পরিবর্তন করা হয়েছে। আগামী ক’দিন এই বাসগুলি খিদিরপুর ক্রসিং, সিজিআর রোড, হাইড রোড, ব্রেস ব্রিজ, তারাতলা রোড হয়ে তারাতলা ক্রসিংয়ের রাস্তা ধরবে।
ডায়মন্ড হারবার থেকে উত্তর কলকাতাগামী বাসগুলি তারাতলা ক্রসিং থেকে ঘুরে তারাতলা রোড, ব্রেস ব্রিজ, হাইড রোড, সিজিআর রোড ধরে হেস্টিংসে পৌঁছবে। আলিপুর রোড হয়ে সব বেহালার বাস হয় জাজেস কোর্ট রোড ধরে যাবে নয়তো স্টান্ডেল রোড, ডায়মন্ডহারবার রোড হয়ে গার্ডেরিচ ফ্লাইওভার ধরবে। বজবজ এলাকা থেকে মূল শহরগামী সব যানবাহন জিঞ্জিরা বাজার ক্রসিং থেকে তারাতলা রোড, গার্ডেনরিচ ফ্লাইওভার হয়ে ডায়মন্ডহারবার রোড ধরবে।