সাম্প্রতিক খবর

জুলাই ২৯, ২০১৯

ফড়ে রুখতে আরও তৎপর রাজ্য সরকার

ফড়ে রুখতে আরও তৎপর রাজ্য সরকার

চলতি আর্থিক বর্ষে (২০১৯-২০) ধান সংগ্রহের মরসুমে ফড়েদের দৌরাত্ম্য আটকাতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বার ‘কৃষকবন্ধু’ প্রকল্পকে হাতিয়ার করতে চায় সরকার। সেই জন্য ‘কৃষকবন্ধু’ প্রকল্পে সুবিধা প্রাপকদের তালিকা দপ্তরের ওয়েবসাইটে নথিবদ্ধ করে রাখার কাজ শুরু করেছে খাদ্য দপ্তর। ধান সংগ্রহের সময় সেই তালিকা মেলাবে দপ্তর।

ওই তালিকায় সংশ্লিষ্ট কৃষকের জমির পরিমাণের হিসেব থাকছে। জেলা অনুযায়ী এক বিঘায় সর্বোচ্চ কত ধান উৎপন্ন হয়, তার পরিমাণও আগেভাগেই নির্ধারণ করে থাকে কৃষি দপ্তর। সেই হিসেবও কৃষকবন্ধুর সুবিধা প্রাপক তালিকার পাশে থাকবে। ফলে কোনও কৃষক যদি ওই হিসেবের বাইরে ধান বেচতে আসেন, তা সহজেই ধরা পড়বে। তাঁদের দাবি, কেউ হিসেবের বাইরে ধান বিক্রি করতে পারবেন না। এমনকি কেউ যদি মনে করেন এক এলাকায় কিছুটা ধান বিক্রি করে বাকিটা অন্য এলাকায় করবেন, তা-ও হবে না। ওয়েবসাইটে তথ্য থাকায় এটা খুব সহজেই লক্ষ করা যাবে।

রাজ্যের হিসেব অনুযায়ী ৭২ লক্ষ কৃষকের মধ্যে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। সেই তালিকা খাদ্য দপ্তরের হাতে আছে। স্বয়ংক্রিয় ধানঝাড়াই মেশিন কিনেছে রাজ্য। তাতে ধুলোও আলাদা করা যাবে।