September 4, 2017
Kolkata’s taxis to become card payment-enabled

The yellow and blue-and-white taxis of Kolkata are going to become ‘smart’, courtesy the enabling of payment of fares by debit card. This facility was launched from August 30. To start with, 1,000 taxis have been fitted with the card swiping devices.
This facility would benefit everyone. For locals, it would mean doing away with the headache of keeping change handy, as it is not always possible for drivers to give change. On the other hand, for foreign tourists, the new mode of payment would mean not having to worry about keeping local currency for payment.
This service is being introduced first in taxis which are based at the airport, and before the commencement of the festive season. Gradually, it would be extended to all taxis in the city.
এবার হলুদ ট্যাক্সিতে হবে কার্ডে পেমেন্ট
পুজোর আগেই এবার স্মার্ট হচ্ছে হলুদ এবং নীল-সাদা ট্যাক্সি। শহরের সাধারণ যাত্রী থেকে বিদেশি পর্যটক-ডেবিট কার্ডেই এবার মেটাতে পারবেন ট্যাক্সির ভাড়া। ডলার বা বিদেশি টাকা ভাঙ্গানোর হ্যাপাও ফলে আর পোহাতে হবে না শহরে আসা বিদেশি পর্যটকদের। শহরের এক হাজার ট্যাক্সিতে আগামী বুধবার থেকেই বসে যাচ্ছে নতুন এই সোয়াইপ মেশিন। দেখতে অনেকটা মবাইলের মত। যাত্রীরা যে কোনও কার্ডই এই মেসিনে সোয়াইপ করে ভাড়া মেটাতে পারবেন।
“নতুন এই সোয়াইপ মেশিন ট্যাক্সিতে বসানো হল ক্যাশলেস পদ্ধতিতে যাত্রীরা ভাড়া মেটাতে পারবেন।” সবথেকে সুবিধা পাবেন বিদেশি পর্যটকরা। কারণ, তাদের বেশিরভাগের কাছেই বিদেশি টাকা বা ডলার থাকে। যে কোনও কার্ড থাকলে তা সোয়াইপ করে ভাড়া দিতে পারবেন। তাই এই মেশিন বসানো ট্যাক্সি প্রথমধাপে এয়ারপোর্টেই বেশি দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে শহর জুড়ে অন্যান্য ট্যাক্সিতেও এভাবে ভাড়া মেটানোর অত্যাধুনিক বাবস্থা চালু করে হবে।
Source: Sangbad Pratidin