Latest News

September 25, 2017

Kolkata Police’s Utsav App to help pandal-hoppers during Durga Puja

Kolkata Police’s Utsav App to help pandal-hoppers during Durga Puja

With smartphones becoming ubiquitous, apps for various purposes are the norm. Keeping this in mind, Kolkata Police created the Utsav App a few years back to help pandal-hoppers during Durga Puja.

The Utsav App becomes one of the most popular apps during the Durga Puja days. It acts as a comprehensive guide to the pandals. This year, the existing features of the app have been enhanced and some new features have been added too.

All the 350 major pujas of Kolkata have been covered – for each, there is a route guide, a detailed storyline, including information on the theme, contact numbers and addresses, and pictures. Since the app links the puja pandals with an online map, one can get turn-by-turn navigation to these destinations.

One can also upload photos and rate and review the pujas. Using the app, a user can check-in and share their status on Facebook.

This year a new section has been added to the app, which the police are expecting to be of major help. Pandal-hoppers will be able to gauge the rush and time required to reach the top 20 puja pandals in Kolkata.

According to a senior official of Kolkata Police, the app will provide an estimated time of arrival (ETA) from the last person in the queue to the pandals of these pujas.

One can also check the nearest pay-and-use toilets, police stations, hospitals and restaurants. Another important section of the app is where photograph and information about a missing child can be uploaded for the police to track and find.

The app also incorporates a ‘Chat and Adda’ feature through which users can find new friends and chat with them.

Click here to download the app from the Google Play store 

 

হাতে অ্যাপ, উৎসবে বন্ধু পুলিশ

 

কোন পথে পুজো? বলে দেবে উৎসব-অ্যাপ। ডাউনলো়ড করা যায় বন্ধু-অ্যাপও!
কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি এই দুই অ্যাপ হাতে থাকলেই কেল্লাফতে। পথ হারানোর জো নেই। পুজোর মণ্ডপের রাস্তা, ম্যাপ থেকে শুরু করে আশপাশে কোথায় গাড়ি পার্ক করা যাবে, কোথায় খাবারের দোকান— বলে দেবে অ্যাপ।

গত কয়েক বছরের মতো এ বার পুজোতেও এ ভাবেই নাগরিকদের পাশে থাকবে কলকাতা পুলিশ। শহরের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, উত্তর, মধ্য বন্দর এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ শহরতলির বড় বড় পুজোর রুট-ম্যাপ থাকছে তাদের উৎসব অ্যাপে। শুধু কি ঠাকুর দেখা? থাকছে আরও অনেক কিছুই। অ্যাপ খুললেই জানা যাবে কোন এলাকায় রয়েছে কোন রেস্তোঁরা। পুজোর শহর সাফ রাখতে সুলভ শৌচাগারগুলির খবরও রয়েছে সেই অ্যাপে।

তবে যাঁরা এই সব অ্যাপ ডাউনলোড করার মতো স্মার্ট ফোন ব্যবহার করেন না, তাঁদের কথাও মাথায় রেখেছে পুলিশ। তৈরি হয়েছে লিফলেট। পুজোর মণ্ডপের খুঁটিনাটি ছাড়াও সেখানে বাংলা এবং ইংরাজিতে লেখা থাকছে শৌচাগারের তথ্য।

উৎসব অ্যাপ ছাড়াও কলকাতা পুলিশের দৈনন্দিন ‘বন্ধু অ্যাপ’ থাকলেও একই সুবিধা পাবেন সাধারণ মানুষ।

Source: DNA