সেপ্টেম্বর ১৩, ২০১৮
পড়ুয়াদের স্কুলে পৌছতে বিশেষ টিম কলকাতা পুলিশের

পড়ুয়াদের নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছে দিতে এবার কলকাতা পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক গার্ডে তৈরী করা হল বিশেষ টিম। থাকছে কলকাতা পুলিশের বিভিন্ন মোটরবাইকও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর (১০৭৩ কিংবা ১০০)।
বিভিন্ন স্কুলে এখন পরীক্ষা চলছে। সকালে ব্যাস্ততার মধ্যেও জাতে ছাত্রছাত্রীরা দ্রুত স্কুলে পৌঁছতে পারে, এর জন্য দক্ষিণ কলকাতা ট্রাফিক গার্ডে বিশেষ টিম তৈরী করল কলকাতা পুলিশ।
কোনও দরকারে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হেল্পলাইনে বা স্কুল সংলগ্ন কিয়স্কে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে পুলিশের মোটরবাইক বা গাড়িতেও পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়া হবে।