ফেব্রুয়ারি ১৫, ২০১৯
শহরের ইতিহাস নিয়ে অনলাইন আর্কাইভ তৈরী করল কলকাতা পুরসভা

প্রজাতন্ত্র দিবসে শহরের মেয়র কলকাতা পুরসভার আর্কাইভের উদ্বোধন করেন। এই লিঙ্কে ক্লিক করে দেখুন ওয়েবসাইটটি www.kmcarchive.in.
ওয়েবসাইটটি উদ্বোধনের সময় মেয়র বলেন, কলকাতা পুরসভা দেশের একমাত্র পুরসভা যার নিজস্ব আর্কাইভ আছে।
যারা কলকাতার ইতিহাস নিয়ে গবেষণা করতে চান, তাঁরা খুব উপকৃত হবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এই আর্কাইভে পুরসভার পত্তনের সময় থেকে শুরু করে শহরের মেয়রদের বিষয়েও তথ্য আছে, কলকাতার পরিবর্তনের তথ্য আছে, ইংল্যান্ডের আদলে কি করে কলকাতা গড়ে উঠল আছে সেই কাহিনীও। এছাড়াও আছে আরও অনেক তথ্য।
পুরসভার লক্ষ্য এই আর্কাইভে কলকাতা বিষয়ক এক লক্ষ তথ্য মজুত রাখা। পুরসভার কাছে যা যা নথি আছে সেই সবের একটি তালিকায় আছে এই ওয়েবসাইটে। বিশদে জানতে kmcarchives@gmail.com এ ই-মেল করতে হবে এবং কি কারণে তা জানতে চাওয়া হচ্ছে, সেটিও উল্লেখ করতে হবে। কারণ যথাযথ হলে, মেল মারফত সমস্ত তথ্য দেওয়া হবে।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে কলকাতার ইতিহাস জানার বিষয়ে আগ্রহ আছে। বস্টন, কেমব্রিজ, অক্সফোর্ড ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানুষের কলকাতা সম্বন্ধে আগ্রহ আছে।
কলকাতা পুরসভার আর্কাইভ শুরু হয় ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি। কলকাতা পুর গেজেটের প্রথম সম্পাদক অমল হোমের নামে এর নাম রাখা হয়। কলকাতা পুর গেজেট প্রথম প্রকাশিত হয় ১৫ই নভেম্বর, ১৯২৪।
এই আর্কাইভে থাকছে পুরনো কলকাতার নানা নথি, চার্ট, মানচিত্র, স্থিরচিত্র ইত্যাদি। কলকাতার ওপর ইতিহাসের বই, বিভিন্ন মানুষের ছবি, বিভিন্ন দর্শনীয় স্থান, খবরের কাগজ, রাস্তার নামের তালিকা (১৮৮৯-২০১৪), নাগরিক সম্বর্ধনা এবং হেরিটেজ বিল্ডিঙের তালিকাও আছে।
ফাইল ফটো