সেপ্টেম্বর ২, ২০১৮
পচা সবজি, ফুল–ফলে জৈব সার ও গ্যাস হবে

বাজারে পচা সবজি, ফুল–ফল দিয়ে জৈব সার ও গ্যাস তৈরির পরিকল্পনা করছে কলকাতা পুরসভার। ধাপাতেই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) প্ল্যান্ট তৈরির ভাবনা।
পুরসভা সূত্রে খবর, বাজারের পচা সবজি, ফল এবং ফেলে দেওয়া পচা ফুল ব্যবহার করে জৈব সার ও গ্যাস তৈরি করতে উদ্যোগী পুরসভা। ধাপায় প্রায় ৪ কোটি টাকা খরচ করে সিএনজি প্ল্যান্ট তৈরি করা হবে। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে দৈনন্দিন ২৫ মেট্রিক টন বর্জ্য থেকে গ্যাস তৈরির পরিকল্পনা রয়েছে।
দিনের শেষে বাজারের পচা সবজি, ফল, ফুল, মাছ, মাংস থেকে জৈব সার এবং গ্যাস তৈরির পরিকল্পনা নেয় কঠিন ও বর্জ্য ব্যবস্থাপনা দপ্তর। শহর থেকে প্রতিদিন প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন বর্জ্য ধাপায় ফেলা হয়। যার মধ্যে পচা ফুল, ফল, সবজি, মাছ, মাংসের পরিমাণ ১ হাজার ৫০০ মেট্রিক টন। দৈনন্দিনের ফেলা বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি হবে গ্যাস।
চলতি বছরেই এই প্রকল্প নির্মাণের কাজ শুরু করতে উৎসাহী পুরসভা। এরজন্য বর্জ্য পৃথকীকরণ জরুরি। ইতিমধ্যে ৭টি ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণের কাজ হয়। ২০টি ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শহরবাসীকেও পচা ফুল, ফল, সবজির মতো বর্জ্য আলাদা করে ফেলার আবেদনও করা হবে।
এছাড়া কলকাতাকে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে এ মাস থেকেই শুরু হয়েছে দিনে চারবার জঞ্জাল সাফাইয়ের কাজ। রাত ৯টা পর্যন্ত চলবে সাফাই। বরো ভিত্তিতে সাফাই কর্মীদের নিয়ে ২–৩টি দল তৈরি করা হয়েছে। আগে সকাল থেকে বিকেল পর্যন্ত সাফাই হত। এবার সেই সময়সীমা বাড়িয়ে রাত ৯টা করা হয়েছে। এ মাস থেকেই তিনবারের পরিবর্তে চারবার জঞ্জাল সাফাই করবেন পুরকর্মীরা।