সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৫, ২০১৮

কলকাতা পুরসভার আওতাভুক্ত বিল্ডিংগুলিতে সৌর বিদ্যুৎ

কলকাতা পুরসভার আওতাভুক্ত বিল্ডিংগুলিতে সৌর বিদ্যুৎ

কলকাতাকে আরও পরিবেশবান্ধব বানাতে কলকাতা পুরসভা এক নতুন উদ্যোগ শুরু করেছে। এই উদ্যোগে পুরসভার সব বিল্ডিং, বোরো অফিস, স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল ও স্কুলগুলিকে সৌর বিদ্যুৎ দিয়ে আলোকিত করবে।

এই বাড়িগুলির ছাদে সোলার ফটোভোল্টাইক সেল লাগানো হবে। এই উদ্যোগের যেমন শহরকে আরও পরিবেশবান্ধব করে তোলা যাবে, পাশাপাশি পুরসভার বিদ্যুৎ বিলে অনেক সাশ্রয় হবে। প্রাথমিকভাবে ১৬টি বোরো অফিসে এই উদ্যোগ চালু করা হবে। তারপর স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল ও স্কুলগুলিতে বসানো হবে সৌর বিদ্যুৎ সেল।

ইতিমধ্যেই পুরসভার তিনটি উদ্যানে সৌর আলো লাগানো হয়েছে।