ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহে আরও ১০০টি ব্যাটারিচালিত গাড়ি আনল কলকাতা পুরসভা
আগামী এক বছরের মধ্যে কলকাতা শহরে সকালবেলা বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহের পরিকাঠামো আমূল বদলে যাবে। সেই ব্রিটিশ আমল থেকে যে দু’চাকার হ্যান্ডকার্ট বা হাতে ঠেলা গাড়ির মাধ্যমে যেভাবে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করা হতো, তাতে বদল আসছে। ধাপে ধাপে সেই সমস্ত হ্যান্ডকার্টের জায়গায় ব্যবহার করা হবে ব্যাটারিচালিত গাড়ি। এরকমই ১০০টি ব্যাটারিচালিত গাড়ির উদ্বোধন হল বুধবার। পুরভবনে এদিন সন্ধ্যায় মেয়র এবং জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ সদস্য উদ্বোধন করেন এই ব্যাটারিচালিত গাড়িগুলি।
পাশাপাশি এদিনই চালু করা হয়েছে ৪৫টি মিনি-ট্রাক, যাতে ডাম্পারের ব্যবস্থাও রয়েছে। যেসব বড় বড় রাস্তায় ব্যাটারিচালিত গাড়ি যেতে পারবে না, সেখানে সহজেই কাজ করবে এই মিনি-ট্রাকগুলি। শহর সুন্দর রাখতে এখন বিভিন্ন জায়গায় হাজারেরও বেশি ডাস্টবিন বসানো হয়েছে। মিনি-ট্রাকে থাকা ডাম্পারের সাহায্যে সেই ডাস্টবিনগুলি সহজে পরিষ্কারও করা যাবে।
এছাড়া এই ব্যাটারিচালিত গাড়িগুলি দেখতে যেমন ভালো, তেমনি পরিবেশবান্ধব। সাফাইকর্মীদের কাজেও সুবিধা করবে। হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যেতে হবে না। ওই গাড়ি চালিয়ে যাওয়া যাবে। ইতিমধ্যেই এই ধরনের ১২০টি গাড়ি চলছে শহরে। দ্বিতীয় ধাপে আরও ১০০টি যোগ করা হল। আগামী এক বছরের মধ্যে সবক’টি হ্যান্ডকার্টকে ব্যাটারিচালিত গাড়িতে বদলে দেওয়া হবে বলে জানান তিনি।
ফাইল ফটো