Latest News

September 1, 2017

Khadi fashion show on September 2 at Madhusadan Mancha

Khadi fashion show on September 2 at Madhusadan Mancha

The State Khadi and Village Industries Board (KVIB), under the inspiration of Chief Minister Mamata Banerjee, is organising a fashion show on September 2 at 5 PM at Madhusadan Mancha, Kolkata.

The show is being choreographed by Niloy Sengupta. Well-know models would walk the ramp wearing garments made of muslin, garments which would combine tradition and modernity. Several popular singers would present songs.

Several popular personalities from different fields long with State Cabinet minister would be present at the show.

 

ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতিভূ খাদির এক অনন্য ফ্যাশান শো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের ব্যবস্থাপনায় আগামী ২রা সেপ্টেম্বর ২০১৭, বিকেল ৫’টায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিশিষ্ট নৃত্য পরিচালক শ্রী নিলয় সেনগুপ্তর পরিচালনায় এক বিশেষ ফ্যাশান শো।

এই অনুষ্ঠানে উপস্থাপিত হবে আধুনিক ও ঐতিহ্যসমৃদ্ধ মসলিন বস্ত্রসম্ভার। এই ফ্যাশান শো-তে র‍্যাম্পে হাঁটবেন স্বনামধন্য মডেলগণ, এর সঙ্গে জনপ্রিয় গায়ক গায়িকাগণ পরিবেশন করবেন সঙ্গীত।

এই মহতী অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি এবং বৈদ্যুতিন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করবেন আইন ও স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

Source: Aajkal