Latest News

September 12, 2017

Kanyashree reduces school dropout rate

Kanyashree reduces school dropout rate

That the Kanyashree Scheme has been a massive success needs no mention. It has been feted at various international forums, including at the United Nations Public Service Awards last June.

Now, further proof of it has come out – Chief Minister Mamata Banerjee, whose brainchild it is, said at a recent meeting that because of the scheme, meant for girl students across Bengal, the dropout rate in State Government schools has reduced by 16.5 per cent.

The scheme was initiated on October 1, 2013.

As a part of the scheme, 41 lakh girl students from 15,500 government schools get monthly stipends – Rs 750 till class XII (K-1 stage), a one-time grant of Rs 25,000 if the student decided to continue higher or technical education (K-2 stage) and the recently introduced stipends for those continuing their education at universities in the state (K-3 stage).

Also as part of the scheme, more than 5,000 students have received training in self-defence.

 

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কমছে স্কুলছুটের হার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। কন্যাশ্রী’‌ প্রকল্পের জন্য রাজ্যের স্কুলগুলিতে মেয়েদের স্কুলছুটের সংখ্যা কমেছে প্রায় ১৬.৫ শতাংশ। শিক্ষক দিবস উপলক্ষে নজরুল মঞ্চের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাল্য বিবাহ বন্ধ করা ও মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করা।

অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা করে আর্থিক সহায়তা, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-১’ ও দ্বাদশ শ্রেণীর পর উচ্চ শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের জন্য এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয় মেয়েদের, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-২’। এবার থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-৩’।

রাজ্যের ১৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪১ লক্ষ ছাত্রী এখনও পর্যন্ত কন্যাশ্রীর আওতায় এসেছে। এখনও পর্যন্ত ৫,০০০ এর বেশি কন্যাশ্রী পেয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ।

২০১৭ সালের জুন মাসে বাংলার এই প্রকল্প ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে সেরার সম্মান পেয়েছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই প্রকল্প।

বিশদে জানতে কন্যাশ্রী ওয়েবসাইট দেখুন।