সেপ্টেম্বর ২৫, ২০১৮
মশাবাহিত রোগ দমনে উদ্যোগ রাজ্যের

ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ দমনের জন্য নতুন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। জেলায় জেলায় নজরদারি চালাতে ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা করতে একটি জয়েন্ট অ্যাকশন প্ল্যান রূপায়িত করবে রাজ্য সরকার।
এই পরিকল্পনার মূল উদ্দেশ্য জেলায় জেলায় আরও ভালো নজরদারি চালানো। এই উদ্দেশ্যে ত্রিস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। একটি রাজ্য স্তরের নজরদারি কমিটি, জেলা ভিত্তিক নজরদারি কমিটি ও স্থানীয় ভেক্টর নিয়ন্ত্রক টিম।
স্থানীয় ভেক্টর নিয়ন্ত্রক টিম বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করে দেখবে কোথায় কোথায় মশার লার্ভা জন্মাতে পারে। এরপর তারা সেই তালিকা সংশ্লিষ্ট পরিছন্নতা আধিকারিককে জমা দেবেন। এই পরিদর্শন নিয়মিত করা হবে।
এরপর এই রিপোর্ট জেলার ভেক্টর নিয়ন্ত্রক টিমের কাছে যাবে। এই টিমে থাকবেন জেলাশাসক, স্বাস্থ্য দপ্তরের মুখ্য মেডিক্যাল অফিসার।
স্বাস্থ্য দপ্তরের মুখ্য মেডিক্যাল অফিসার দৈনিক একটি সার্ভেইল্যান্স রিপোর্ট পাঠাবেন স্বাস্থ্য দপ্তরকে। স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণ কমিটি পরিকল্পনা নেবেন কোনও নির্দিষ্ট স্থানে এই রোগের সঙ্গে লড়ার জন্য কি কি করণীয়।
জেলা কমিটিগুলি স্বাস্থ্য কর্মীদের কাজে উপদেষ্টার কাজও করবে।