September 22, 2017
Jago Bangla’s Festive Edition 2017 is a literary treat for all

The Jago Bangla Festive Edition 2017 is a literary treat for the all.
The cover of the festive edition of Jago Bangla has been designed by the party Chairperson Mamata Banerjee, like every year. The magazine begins with her poem – Maa and also features her article ‘Kandarir Kalam’.
Several senior party leaders – Subrata Bakshi, Partha Chatterjee, Sudip Bandopadhyay, Derek O’Brien, Subrata Mukherjee, Sovandeb Chatterjee, Suvendu Adhikari, Sovan Chatterjee, Aroop Biswas, Firhad Hakim, Purnendu Bose and Abhishek Banerjee – have penned articles in this year’s edition among others.
Besides political columns, this year’s edition contains a play by Bratya Bose, paintings by Suvaprasanna and Jogen Chowdhury, a touch of history by Sukhendu Sekhar Roy alongside articles by economist Abhirup Sarkar, academician Nrisingha Prasad Bhaduri, Gautam Brahma and others.
The fiction section contains stories penned by noted writers like Sirshendu Mukherjee, Tapan Bandapadhyay, Sekhar Bose and Amar Mitra while the poetry section features poems by noted poets like Nirendranath Chakraborty, Joy Goswami, Subodh Sarkar and Srijata.
You can collect the hard copy of the festive edition from Jago Bangla stalls at Puja pandals across the State. You can read it online here.
জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪: একনজরে
প্রতি বছরের মতো এবছরেও জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশিত হল মহালয়ার পুণ্যলগ্নে, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এবারও বইটির প্রচ্ছদটি এঁকেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কাণ্ডারির কলম’ শীর্ষক মূল প্রচ্ছদের লেখাটিও লিখেছেন তিনিই; এছাড়া তাঁর লেখা ‘মা’ নামক একটি কবিতা রয়েছে এই সংখ্যাটির শুরুতেই।
বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন আরও নেতা নেত্রীরা: সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন ও ডেরেক ও’ব্রায়েন প্রমুখ।
এছাড়াও নানা বিষয় বিশ্লেষণ করেছেন নির্বেদ রায়, প্রবীর ঘোষাল, মানস ভূঁইয়া, গৌরীশঙ্কর দত্ত ও আশিস বন্দ্যোপাধ্যায়। এই বইটিতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নের কথা, নিবন্ধ, সাক্ষাৎকার, নাটক, এছাড়াও বিভিন্ন বিষয়।
শুধু এই নয়, বহু বিশিষ্ট লেখকের লেখাও থাকছে এখানে, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, সুবোধ সরকার ছাড়াও বহু কবি লিখেছেন অসাধারন কিছু কবিতা।
সব মিলিয়ে প্রতিবারের মত জাগো বাংলার এই উৎসব সংখ্যাটিও এককথায় আনপুটডাউনেবেল।
সারা রাজ্যে যে কোনো পুজো প্যান্ডেলে জাগো বাংলার স্টলগুলি থেকে সহজেই এই বইটি সংগ্রহ করা যাবে। অনলাইনেও পড়তে পারেন আপনি এই উৎসব সংখ্যা। ক্লিক করুন এখানে।