অগাস্ট ১৩, ২০১৮
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিকাশে এগিয়ে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিকাশ হচ্ছে ব্যাপক হারে। রাজ্যে এই শিল্পের বেড়ে ওঠার জন্য আদর্শ বাতাবরণ তৈরী করেছে তৃণমূল কংগ্রেস চালিত রাজ্য সরকার।
দেখে নেওয়া যাক তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের সাফল্যঃ
দপ্তরের প্ল্যান বাজেটঃ ২০১০-১১ সালে ছিল ৯৩.৭ কোটি টাকা, ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ২০১.৫৩ কোটি টাকা।
সফটওয়্যার রপ্তানির থেকে আমদানি: ২০১৭-১৮ সালে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রায় ২১০০০ কোটি টাকা রপ্তানি হয়েছে যা ২০১০-১১ সালে ছিল ৮৫০০ কোটি। এই বৃদ্ধি প্রায় ১৫০ শতাংশ।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানঃ ২০১০-১১ সালে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত পেশাদারের সংখ্যা ছিল ৯০,০০০, যা বর্তমানে বেড়ে হয়েছে ১.৫ লক্ষ। বৃদ্ধির হার প্রায় ৬৭ শতাংশ।
তথ্য প্রযুক্তি হার্ডওয়্যার ক্লাস্টার নির্মাণে বিনিয়োগঃ ২০১১ সালের আগে এই ক্ষেত্রে কোনও বিনিয়োগ হয়নি। এই উদ্যোগ প্রথম শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে। এবং এই বিনিয়োগের পরিমাণ ১৪.৮৬ কোটি টাকা।
তথ্য প্রযুক্তি পার্ক তৈরীতে ব্যয়ঃ এক্ষেত্রে ২০১০-১১ সালে ব্যয়ের পরিমাণ ছিল ৩৭.১৮ কোটি টাকা, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৬১২.১১ কোটি টাকা। অর্থাৎ, বৃদ্ধির হার প্রায় ১৬ গুণ। ১৫টি তথ্যপ্রযুক্তি পার্ক ইতিমধ্যেই কাজ শুরু করেছে আরও ১০টি তথ্যপ্রযুক্তি পার্ক তৈরীর কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে।