সাম্প্রতিক খবর

অগাস্ট ১৩, ২০১৮

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অভাবনীয় বৃদ্ধি বাংলায়

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অভাবনীয় বৃদ্ধি বাংলায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিকাশ হচ্ছে ব্যাপক হারে। রাজ্যে এই শিল্পের বেড়ে ওঠার জন্য আদর্শ বাতাবরণ তৈরী করেছে তৃণমূল কংগ্রেস চালিত রাজ্য সরকার।

তথ্য প্রযুক্তির ব্যবসা প্রায় ৮০শতাংশ বেড়েছ। ২০১০-১১ সালে এরাজ্যে ৫০০টি তথ্য প্রযুক্তি সংস্থা ছিল, যা এখন বেড়ে হয়েছে ৮৯৪। এই বৃদ্ধি প্রায় ৮০শতাংশ।

লক্ষ্য: আইসিটি পলিসি ২০১২ অনুযায়ী রাজ্যের লক্ষ্য তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি পরিষেবা এবং ইএসডিএম ক্ষেত্রে দেশের সেরা রাজ্যগুলির মধ্যে স্থান পাওয়া। এর পাশাপাশি রাজ্যকে knowledge-driven welfare society তে পরিণত করা।

কর্মসংস্থান বৃদ্ধি ৬৭ শতাংশ: ২০১০-১১ সালে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত পেশাদারের সংখ্যা ছিল ৯০,০০০। যা বর্তমানে বেড়ে হয়েছে ১.৫ লক্ষ। বৃদ্ধির হার প্রায় ৬৭ শতাংশ। ২০১৮-১৯ এর মধ্যে এই সংখ্যা ১.৮ লক্ষ হবে, যার মধ্যে সরকার নির্মিত আইটি পার্কে কর্মসংস্থান হবে ৫০০০ পেশাদারের।

রপ্তানি বেড়েছে প্রায় ১৫০ শতাংশ: ২০১৭-১৮ সালে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রায় ২১,০০০ কোটি টাকা রপ্তানি হয়েছে, যা ২০১০-১১ সালে ছিল ৮,৫০০ কোটি। এই বৃদ্ধির হার প্রায় ১৫০ শতাংশ।