সাম্প্রতিক খবর

অগাস্ট ১৩, ২০১৮

তথ্যপ্রযুক্তি পরিকাঠামো তৈরীতে সরকারি জোর রাজ্যের

তথ্যপ্রযুক্তি পরিকাঠামো তৈরীতে সরকারি জোর রাজ্যের

তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স ক্ষেত্রে পরিকাঠামো তৈরী করতে ২০১১ সালের মে মাস থেকে এখন অবধি ৬০০কোটি টাকারও বেশী ব্যয় করেছে রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি পার্ক, হার্ডওয়্যার পার্ক, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার বা ইএমসি ইত্যাদি তৈরী করেছে দপ্তর।

হার্ডওয়্যার পার্ক ও ইএমসি

ফলতা ও নৈহাটিতে দুটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরী করা হচ্ছে। কাজ পুরোদমে চলছে। সোনারপুরে হার্ডওয়্যার পার্ক তৈরী করা হচ্ছে। এছাড়া কল্যাণীতে তথ্যপ্রযুক্তি পার্ক তৈরীর পরিকল্পনা করা হচ্ছে।

স্টার্ট আপ ওয়্যারহাউস

ন্যাসকমের সহযোগিতায় রাজ্য সরকার ২০১৫ সালে স্টার্ট আপ ওয়্যারহাউস তৈরী করেছে। এর ফলে উপকৃত হচ্ছে বিভিন্ন স্টার্টআপগুলি। এই ওয়্যারহাউস থেকে ৫১টি সংস্থাকে প্রমোট করা হয়েছে। এখনও পর্যন্ত ১৯টি স্টার্টআপ ফান্ডিং পেয়েছে বেসরকারি সংস্থার কাছ থেকে, এবং ৯টি সংস্থা দ্বিতীয় দফার ফান্ডিং পেয়েছে।

ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা

তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তর ওয়েবেলের প্রশিক্ষণ শাখার সহযোগিতায় টিয়ার ২ ও ৩ স্তরের জেলাগুলিতে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ দিচ্ছে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ১.৫ লক্ষ পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩০,০০০ পড়ুয়া চাকরি পেয়েছে অথবা স্বনির্ভর হয়েছে। তুলনামূলকভাবে দেখতে গেলে ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে মাত্র ৭৪,০০০ পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাদের মধ্যে ১১,০০০ জন চাকরি পেয়েছে অথবা স্বনির্ভর হয়েছে।

সাইবার সিকিউরিটি এক্সসেলেন্স সেন্টার

২০১৭ সালের নভেম্বর মাসে থেকে তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দপ্তর একটি সাইবার সিকিউরিটি এক্সসেলেন্স সেন্টার চালু করেছে। একটি পোর্টাল তৈরী করা হয়েছে ২০১৮ সালের ১৬ই মার্চ তারিখে। এম্পাওারড কমিটিও তৈরী হয়েছে। ক্ষমতায়ন এবং সচেতনতা বৃদ্ধি, সাইবার সুরক্ষার আশ্বাস, নিরাপত্তা অপারেশন কেন্দ্র, সাইবার ফরেন্সিক ও অনুসন্ধান,গবেষণা, এবং উপদেষ্টা – এই ক্ষেত্রগুলিতে কাজ করবে এই কেন্দ্র।

নতুন প্রযুক্তির প্রচার

আগামী দিনে যেসব প্রযুক্তির ব্যবহার বাড়তে চলেছে, সেগুলির প্রচার করে এই দপ্তর। সাইবার সিকিউরিটি, ব্লকচেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যানিমেশন, আইওটি, ইন্ডাস্ট্রি ৪.০, অ্যানালিটিক্স, ই-স্পোর্টস ইত্যাদি নিয়ে পরিকল্পনা চলছে। ঠিক হয়েছে, নতুন প্রযুক্তি নিয়ে সারা বছর ধরে সম্মেলন আয়োজিত হবে। ইতিমধ্যেই সাইবার সিকিউরিটি, ব্লকচেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সম্মেলন হয়ে গেছে।

সিলিকন ভ্যালি এশিয়া

আমেরিকার সিলিকন ভ্যালির মতো নিউটাউনে রাজ্য সরকার একটি অত্যাধুনিক তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়তে চলেছে।

বেসরকারি সংস্থার মাধ্যমে ক্ষমতায়ন

ভারতের সেরা তথ্যপ্রযুক্তি কোম্পানি গুলির মধ্যে অনেকেই নতুন ক্যাম্পাস খুলেছে বাংলায়। বহু সংস্থা তাদের বিদ্যমান শাখাগুলির সম্প্রসারণ করেছে। এছাড়া আরও সংস্থা এখানে তাদের দপ্তর খুলতে আগ্রহ দেখাচ্ছে।

আইআইআইটি কল্যাণী

রাজ্যে প্রথম কল্যাণীতে আইআইআইটি চালু হয়েছে ২০১৪ সালে।

জেলাতেও আইটি পার্ক

বিভিন্ন জেলার টিয়ার ২ ও ৩ শহরে ২৫টি তথ্য প্রযুক্তি পার্ক তৈরী করা হচ্ছে। এর মধ্যে ১২টি পার্ক কাজ শুরু করেছে, ৪টি পার্ক তৈরীর কাজ প্রায় শেষ এবং ৯টি পার্ক তৈরীর কাজ শুরু হবে।