সাম্প্রতিক খবর

অগাস্ট ১২, ২০১৮

বিনিয়োগ ১১,৯০০ কোটি, পাইপে গ্যাস আসবে বাংলায়

বিনিয়োগ ১১,৯০০ কোটি, পাইপে গ্যাস আসবে বাংলায়

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পশ্চিমবঙ্গে ১১ হাজার ৯০০ কোটি টাকা বিনিয়োগ করবে। পারাদীপ থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলায় গ্যাস আসবে। খড়্গপুরে হচ্ছে এলপিজি-র নতুন বটলিং প্ল্যান্ট। এর জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম খড়্গপুরে ইন্ডিয়ান ওয়েলকে  জমি দিয়েছে। ২০২০ সালের মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কর্মসংস্থানও হবে প্রচুর।

ইন্ডিয়ান ওয়েল সুত্রে জানা গেছে , হলদিয়া তৈল শোধনাগারের তেল উৎপাদনের ক্ষমতা বাড়াতে এবং তেলের গুনমান বাড়াতে মোট ৭ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ করার সিধান্ত নেওয়া হয়েছে। পারাদীপ থেকে এই পাইপলাইন যাবে কল্যাণী হয়ে দুর্গাপুর। ভবিষ্যতে বজবজ এলপিজি বটলিং প্ল্যান্ট পর্যন্ত এই পাইপলাইন সম্প্রসারিত হবে।

পারাদীপ-দুর্গাপুর ছাড়াও আরও কয়েকটি পাইপলাইনের মধ্যে দিয়ে গ্যাস, অপরিশোধিত তেল, বিমানের জন্য প্রয়োজনীয় জ্বালানি আসবে রাজ্যে। এর মধ্যে একটি দিয়ে হাওড়ার মৌড়িগ্রাম থেকে বিমান জ্বালানি আসবে কলকাতা বিমানবন্দরে। ওড়িশা থেকে হলদিয়া পর্যন্তও থাকছে একটি পাইপলাইন। এর মাধ্যামে  আনা হবে প্রাকৃতিক গ্যাস। এছাড়াও হলদিয়া থেকে একটি পাইপলাইন দিয়ে পারাদীপ হয়ে বারাউনিতে পাঠানো হবে অপরিশোধিত তেল।