সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৮, ২০১৯

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২.৮৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব

পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে। এই সম্মেলনে মোট ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

৩৫টি দেশের প্রায় ৫০০০ প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে ৮৬টি মৌ স্বাক্ষরিত হয়েছে এবং ৪৫টি বিটুসি এবং ১২০০টি বিটুবি বৈঠক হয়েছে। এটি খুব উল্লেখযোগ্য। এর ফলে ৮-১০ লক্ষ কর্মসংস্থান তৈরী হবে, জানান মুখ্যমন্ত্রী।

দুদিন ব্যাপী পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি সেশনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • সকল শিল্প সহযোগীদের, শিল্পপতিদের, বিভিন্ন দেশের প্রতিনিধিদের অভিনন্দন।
  • আপনাদের সকলের এখানে উপস্থিতিতে আমরা গর্বিত। আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
  • পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উল্লেখযোগ্যভাবে সফল হয়েছে।
  • আমি সহযোগী দেশগুলিকে ধন্যবাদ জানাই। আশাকরব বাংলার অনেক ভালো স্মৃতি নিয়ে আপনারা ফিরবেন।
  • বিনিয়োগের জন্য বাংলা সবথেকে নিরাপদ স্থান।
  • বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ফলাফল অসাধারণ। আপনাদের উদ্যোগ, উৎসাহ, বিনিয়োগ প্রস্তাব এবং এরাজ্যের প্রতি আগ্রহ এই সম্মেলনকে সফল করেছে।
  • আপনাদের জন্য এই সম্মেলন সফল হয়েছে।
  • আমাদের নতুন উদ্যোগের ফলে, কার্যকারিতার ফলে আমরা আগামী দিন প্রমাণ করে দেব বাংলাই বিনিয়োগের সেরা জায়গা। আপনারা আবার আসবেন।
  • ৮৬টি মৌ স্বাক্ষরিত হয়েছে এবং ৪৫টি বিটুসি এবং ১২০০টি বিটুবি বৈঠক হয়েছে। এটি খুব উল্লেখযোগ্য। এই আমাদের কর্মযজ্ঞের ফল। আপনারা এ রাজ্যকে ভালোবাসেন, এটি তার প্রমাণ।
  • আমরা সিলিকন ভ্যালি হাব শুরু করেছি। ১০০ একর জমিতে এই হাব শুরু করেছিলাম, ইতিমধ্যেই তা ভর্তি হয়েছে। আরও ১০০ একর জমির অনুমোদন দেওয়া হয়েছে।
  • প্রথম পর্যায়ঃ রিলায়েন্স জিও, ফার্স্টসোর্স দ্বিতীয় পর্যায়ঃ কগ্নিজেন্ট, টেক মহিন্দ্রা, ক্যাপজেমিনি, আইএসআই, সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ রিসার্চ।
  • বিনিয়োগ প্রস্তাব গ্রিহিতঃ ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার
  • বিনিয়োগ মানে বাণিজ্য এবং নতুন কর্মসংস্থান তৈরী। রাজ্যে আরও ৮ থেকে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরী হবে।
  • আগামীদিনে ভারতবর্ষ বাংলাকে অনুসরণ করবে
  • বাংলায় আমরা কোন বনধ বরদাস্ত করি না, এখানে কোন কর্মদিবস নষ্ট হয় না। কর্মীরা এবং প্রতিভাই আমাদের সম্পদ
  • আমরা চাই আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হোক
  • বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মাধ্যমে বাংলায় আরও কর্মসংস্থানের সুযোগ হবে
  • যখন দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে ২ কোটি, তখন বাংলায় বেকারত্বের হার হ্রাস পেয়েছে ৪০%
  • আমরা শুধু প্রতিশ্রুতি দিই না সেগুলো পূরণও করি। আমরা কথা কম, কাজ বেশি করি।
  • আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন জানুয়ারির শেষ সপ্তাহে বা ২০২০ সালের ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে। পরের বার, আপনারা আপনাদের পরিবারকেও নিয়ে আসবেন। তাদেরকে বাংলার সৌন্দর্য ও আতিথেয়তা উপভোগ করতে দিন