জুলাই ১৭, ২০১৯
কেন্দ্রীয় সরকারের ৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরনের সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্গাপুরের অ্যালয় ষ্টীল কারখানায় আইএনটিটিইউসির প্রতিবাদ

ইন্ডিয়ান ন্যাশানাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস কেন্দ্রের ৪২টি রাস্ত্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরন করার সিদ্ধান্তের বিষয়টিকে তুলে ধরে। এই সংস্থাগুলির মধ্যে বাংলার দুর্গাপুরের অ্যালয় ষ্টীল প্ল্যান্টও আছে। ১৩ই জুলাই দুর্গাপুরে এই নিয়ে প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
এই ৪২টি রাষ্ট্রায়ত্ব সংস্থার মধ্যে আছে বিএসএনএল, পাঁচটি বিমানবন্দর, চিত্তরঞ্জন লোকোমোটিভ এবং দুর্গাপুরের অ্যালয় ষ্টীল প্ল্যান্ট।
কিছু ফটোঃ
দুর্গাপুরে বিক্ষোভ মিছিল – ১
দুর্গাপুরে বিক্ষোভ মিছিল – ২
দুর্গাপুরে বিক্ষোভ সভা – ১
দুর্গাপুরে বিক্ষোভ সভা – ২