Latest News

September 10, 2017

Infosys to get freehold land for its maiden venture in Bengal

Infosys to get freehold land for its maiden venture in Bengal

Bengal government today decided to allow IT major Infosys to get land on freehold basis for its first IT development centre in the state. The company had purchased 50 acres from the government at Rajarhat for the project.

Speaking about the outcome of the cabinet meeting, State Education Minister Partha Chatterjee said, “Earlier we had decided to allow 75 per cent of the 50-acre land for IT and Information Technology Enabled Services (ITeS). Now today in the Cabinet we have decided to bring it down to 51 percent for IT and ITeS.”

“They (Infosys) had written us requesting that 51 per cent will be used for IT and ITeS besides, asking for freehold instead of leasehold which we have decided to allow,” he said.

Partha Chatterjee said that Infosys will invest around Rs 100 crore in the first phase while 1000 persons were expected to be employed.

On August 29, Chief Minister Mamata Banerjee had said that IT major Infosys would invest in the state without the special economic zone (SEZ) status, which the company had sought.

“The company (Infosys) has agreed to accept all other facilities offered by the state government,” she had said.

 

ইনফোসিসকে জমির মালিকানা দেবে বাংলা

বাংলায় বিনিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। জমির মালিকানা এবং ব্যবহারের ক্ষেত্রে ছাড় পেতে চলেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থাটি। শুক্রবার এই নয়া প্রস্তাবে রাজ্য মন্ত্রিসভা সিলমোহর দিল।

লিজ স্বত্ত্ব নয়, ইনফোসিসকে পুরোপুরি ৫০ একর জমির মালিকানা (ফ্রি-হোল্ড) দেবে সরকার। নিয়ম অনুযায়ী, লিজের জমি বিক্রি করা যায় না। কিন্তু ফ্রি-হোল্ড জমি বিক্রি করা সম্ভব। জমির মিশ্র ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে ইনফোসিসকে। জমির ৫১% এলাকা জুড়ে তৈরি করতে হবে তথ্যপ্রযুক্তি শিল্পে ব্যবহার করার মতো পরিকাঠামো। বাকি ৪৯% জমি তথ্যপ্রযুক্তি শিল্প ছাড়াও অন্য কাজে ব্যবহার করতে পারবে সংস্থা।

গত মাসের শেষেই ইনফোসিসের জট খুলেছে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সেজ দেওয়া হবে না। অন্য সব সুবিধা দেবে রাজ্য। ইনফোসিসও জানিয়েছে দেশের অন্যতম সেরা শিল্পবান্ধব রাজ্য পশ্চিমবঙ্গ। প্রাথমিক ভাবে ৫০ একর জমিতে প্রকল্প গড়তে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থা।’’

তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ টানতে নয়া ‘ইনসেনটিভ’ নীতিও তৈরি করছে রাজ্য। পুজোর পরেই এই নীতি তৈরি হয়ে যাবে।