জুন ২৩, ২০১৮
সরকারি উদ্যোগে দেশের প্রথম রূপান্তরকামী সাহিত্য উৎসব কলকাতায়

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সরকারি উদ্যোগে দেশের প্রথম রূপান্তরকামী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। আয়োজক সাহিত্য আকাদেমি।
এই প্রথম এমন উৎসব আয়োজন হবে যেখানে সমস্ত লেখকই রূপান্তরকামী।
আকাদেমির পূর্বাঞ্চলের অফিসার ইন চার্জ বলেন, গত নারী দিবসে আমরা নারী চেতনা বলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। রূপান্তরকামী লেখক লেখিকারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
সাহিত্য আকাদেমির উপদেষ্টা কমিটির আহ্বায়ক বলেন, এই উৎসবের মাধ্যমে রূপান্তরকামীরা সমৃদ্ধ হবেন। আমি ন্যমিত অবমানব পত্রিকাটি পড়ি। এই পত্রিকাটির সম্পাদনা করেম মানবী বন্দ্যোপাধ্যায়, এই পত্রিকাতে সেই সকল বক্তব্য তুলে ধরা হয় যা বহু বছর চেপে রাখা হয়েছিল। এছাড়া রানী মজুমদারের লেখাও আকর্ষণীয়।
মানবী বন্দ্যোপাধ্যায়, দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ, মুখ্য ভূমিকা নিয়েছেন কোন কোন লেখক বা লেখিকার লেখা এই উৎসবে অংশ নেবে তা বাছাই করার। বাছাই করা লেখক লেখিকাদের মধ্যে রয়েছেন, রানী মজুমদার, অরুনা নাথ, দেবোজ্যোতি ভট্টাচার্য, অঞ্জলি মণ্ডল, দেবদত্ত বিশ্বাস প্রমুখ।
২৪ বছরের দেবদত্ত বিশ্বাস, যিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর ডিগ্রী লাভ করেছেন, কবিতা ও থিয়েটারের গল্প লেখেন। দেবোজ্যোতি ভট্টাচার্য হরি মোহন ঘোষ কলেজের শারীরবিদ্যার অধ্যাপক, তিনি ছোট গল্প লেখেন। তিনি এই অনুষ্ঠানের জন্যও একটি কবিতা লিখছেন।