সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২০, ২০১৮

এক টিকিটে ঠাকুর দেখা চতুর্থী থেকে

এক টিকিটে ঠাকুর দেখা চতুর্থী থেকে

বাসে-মেট্রোয় এবার পুজো শুরু চতুর্থীতেই! তেমনই তো পরিকল্পনা নিয়েছে পরিবহণ দপ্তর। নিতে চলেছে মেট্রোও। চতুর্থী থেকেই ঠাকুর দেখতে চালু হচ্ছে পরিবহণ দপ্তরের হপহপ সার্ভিস। চলবে নবমী পর্যন্ত। অর্থাৎ একটি টিকিটেই গোটা দিনের ভ্রমণ এসি, নন-এসি বাসে, ট্রামে ও লঞ্চে। স্পেশ্যাল এই টিকিট পাওয়া যাবে সরকারি বিভিন্ন ডিপোয়। দাম করা হচ্ছে ১০০ টাকা। অন্যদিকে, মেট্রোও এবার চতুর্থী থেকেই ঠাকুর দেখতে সারা রাতের পরিষেবা চালুর পরিকল্পনা নিচ্ছে।

এবার চতুর্থী পড়েছে শনিবার, পঞ্চমী রবিবার। এই দু’দিনই ভিড় সব থেকে বেশী হওয়ার সম্ভাবনা। পুজোয় এখন চতুর্থী থেকেই সাধারণ মানুষ ঠাকুর দেখতে রাস্তায় বেরিয়ে পড়েন। শনি ও রবিবার হওয়ায় ভিড় আরও বাড়বে। তাঁদের কথা ভেবেই বিশেষ পরিষেবা এগিয়ে আনার ভাবনা।

বাসগুলো ঘুরে বেড়াবে বড় পুজোকে কেন্দ্র করে তৈরী হওয়া নয়া রুটে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে দুপুর ১২টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলবে এই পরিষেবা। কলকাতাকে ভাঙা হবে চার-পাঁচটি ভাগে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য কলকাতা। প্রত্যেক দিকের বড় পুজোকে কেন্দ্র করে তৈরী হবে বিভিন্ন রুট। শুধু বাসে নয়, মধ্য কলকাতার পুরনো এবং বনেদি বাড়ির পুজো দেখানো হবে ট্রামেও। ওই একই টিকিটে।

ট্রাফিকের যাতে কোনও সমস্যা না হয়, তেমনভাবেই রুটগুলো তৈরী হয়েছে। কারণ রাতে ভিড়ের চাপ বাড়বে। সেক্ষেত্রে যে রাস্তা দিয়ে মণ্ডপের কাছে দ্রুত পৌঁছানো যাবে, সেই দিকেই রুট থাকছে বাসের। ওই ১০০ টাকায় ঘুরে আসা যাবে ভেসেলেও। মানে কেউ যদি বেলুড় মঠের পুজো দেখতে চান তবে তিনিও বাগবাজার বা অন্য যে কোনও ঘাট থেকে ভেসেলে চড়ে মঠে গিয়ে ঠাকুর দেখে ফের ভেসেলে ফিরে আসতে পারবেন।

পুজোর রুটে প্রতি ১০ মিনিট অন্তর দেওয়া হবে বাস। ন্যূনতম ১০টি করে বাস রাখা হচ্ছে প্রতি রুটে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়ানো হবে।

সৌজন্যেঃ- সংবাদ প্রতিদিন