Latest News

September 12, 2017

We want a permanent solution to the ongoing impasse in Hills: Bengal CM

We want a permanent solution to the ongoing impasse in Hills: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an All-Party meeting regarding the ongoing impasse in the Hills. Terming the meeting as positive, she said the next meeting will be held on October 16. She added that the issue of tripartite meeting will be discussed in that meeting.

The CM said she wanted a permanent solution to the ongoing impasse. “We will immediately restore the public distribution system. We want the bandh to be withdrawn fully and normalcy to be restored as soon as possible. The process of dialogue will continue,” she said.

The CM announced that the Government has decided to call the owners of tea gardens immediately for a meeting to discuss pending wages, bonus for puja etc. for the workers. A GoM (Group of Ministers) will be formed for this purpose.

Mamata Banerjee further said, “Every citizen has a democratic right and prerogative to protest. We want peace and normalcy to be restored. Binay Tamang (representing GJM) had raised the demand for compensation for those who were killed (during agitation). We have agreed to that. They also demanded a high-level investigation for the police firing (during agitation). We have accepted that also.”

She maintained that the Hills are a part of Bengal and the State Government wants the well-being of the people of the Hills.

 

আমরা চাই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান হোকঃ মুখ্যমন্ত্রী

আজ উত্তরকন্যায় পাহাড়ের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের বৈঠক ভালো হয়েছে। পরবর্তী বৈঠক হবে ১৬ অক্টোবর। তাঁর মতে এখনই ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব নয়। আগামী ১৬ অক্টোবরের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। চা বাগানের কর্মীরা যাতে বেতন ও পুজোর বোনাস পান তাঁর জন্য একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হবে। শীঘ্রই এই মন্ত্রীগোষ্ঠী চা বাগানের মালিকদের সাথে বৈঠক করবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা চাই শান্তি ফিরুক। অশান্তির সময় যারা নিহত বা আহত হন তাদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন বিনয় তামাং। আমরা রাজি হয়েছি। বনধ চলাকালীন পুলিশের গুলি চালানোর জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন ওনারা। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত করব”।

মুখ্যমন্ত্রী আবারও বলেন, “আমরা চাই বনধ তুলে নেওয়া হোক, পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। যত তাড়াতাড়ি সম্ভব শিল্প, পর্যটন, পরিবহন সব কিছু স্বাভাবিক হোক। আলোচনা প্রক্রিয়া চলবে। পাহাড় বাংলার অংশ। আমরা চাই পাহাড়ের ভাই বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক”।