অগাস্ট ২৮, ২০১৮
সাত বছরে উচ্চশিক্ষা দপ্তরে প্রশাসনিক সংস্কার

ই-গভর্নেন্স উদ্যোগ
- ২০১৫-১৬ সাল থেকে সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সমস্ত পাঠ্যক্রমে ভর্তি অনলাইনে করা হয়েছে।
- ২০১৮ সালের ২রা এপ্রিল থেকে ই-পেনশন চালু করা হয়েছে।
- ১লা জানুয়ারি ২০১৮ থেকে এই দপ্তরে ই-অফিস চালু করা হয়েছে।
- ২০১৭ সাল থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এবং কন্যাশ্রী-৩এর অনলাইন আবেদন ও আবেদনের পরীক্ষা শুরু করা হয়েছে।
- সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ই-বিলিং ও ই-স্যালারি চালু হয়েছে। সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্যালারি অ্যাকাউন্ট
- অনলাইন করা হয়েছে যাতে তাদের বেতন সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়।
- ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমে তহবিল প্রদানের জন্য ই-বন্টন এবং ই-প্রদান চালু করা হয়েছে।
- উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৫লক্ষের বেশী যেকোনো খরচের জন্য ই-টেন্ডার ও ই-প্রোকিওরমেন্ট শুরু করা হয়েছে।
- বিভিন্ন টিচার্স এডুকেশন প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া অনলাইন করা হয়েছে।
- ওয়েস্ট বেঙ্গল স্টেট বুক বোর্ডের অধীনে বিভিন্ন পাঠ্যক্রমের সমস্ত বই ই-সেলিংএর মাধ্যমে অনলাইনে পাওয়া যায়।
- সরকারের পরিকল্পনা ও নজরদারির জন্য সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জিআইএস ম্যাপিং এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উন্নয়নে পদক্ষেপ
- রাজ্য সরকার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।
- শিক্ষক দিবসে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কৃতী অধ্যাপকদের শিক্ষা রত্ন সম্মান প্রদান করা হয়েছে।
- জানুয়ারি ২০১৭ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অদ্যাপকদের অবসর গ্রহনের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে।
- সরকার অনুমোদিত অস্থায়ী শিক্ষক, চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে আনা হয়েছে।
- বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষকদের এলটিসি প্রদান করা হয়েছে।
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা হয়েছে।
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাদের শিশুর যত্নের জন্য ছুটি অনুমোদন করা হয়েছে।
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পিতৃত্বকালীন ছুটির ঘোষণা করা হয়েছে।
- সরকারি সাহায্য প্রাপ্ত কলেজগুলির লাইব্রেরিয়ান, ডেপুটি লাইব্রেরিয়ান, সহ লাইব্রেরিয়ানদের শিক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে। স্নাতক গবেষণাগার প্রশিক্ষক এবং সমস্ত সহকারীকে আর্থিক ও পরিষেবার সাহায্য দেওয়া হয়েছে যেমন কেরিয়ার অ্যাডভান্সমেন্ট প্রকল্প এবং ৩০০দিনের ছুটির টাকা পায়।
- ইউজিসি রেগুলেশনস ২০১৬ অনুযায়ী কলেজের অধ্যাপকদের এম.ফিল. এবং পি.এইচ.ডি. গবেষণারতদের গাইডের কাজ করার অনুমোদন।
- সরকার অনুমোদিত অস্থায়ী শিক্ষকদের, চুক্তিভিত্তিক শিক্ষকদের উচ্চশিক্ষার ডিগ্রী যেমন পি.এইচ.ডি. করতে সবেতন পড়ার জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে।
- ওয়েস্ট বেঙ্গল কলেজেস (ট্রান্সফার অফ এমপ্লয়িস) রুল ২০১৭ অনুযায়ী, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজে শিক্ষকরা নিজেদের মধ্যে পারস্পরিক বদলি নিতে পারে।
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ২০১৭-
এই আইনে একগুচ্ছ সংশোধন আছে, যেমন সরকারি অনুদানপ্রাপ্ত কলেজে পরিচালন সমিতির উপাদান, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রভিডেন্ট ফান্ড রাজ্যের কোষাগারের অধীনে আনা, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বিষয়ে সমতা আনা ও সরকারি অনুদানপ্রাপ্ত কলেজে শিক্ষকদের বদলির সুবিধা, এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দক্ষতা তৈরী।