সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২২, ২০১৮

‘উৎকর্ষ বাংলা’য় পুজোর পর বহু স্কুলছুটের চাকরি

‘উৎকর্ষ বাংলা’য় পুজোর পর বহু স্কুলছুটের চাকরি

বেকারত্ব নির্মূলে নয়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এক ছাতার তলায় দেশজ এবং বহুজাতিক সংস্থাকে ডাকা হচ্ছে। নির্দিষ্ট সেই ঠিকানা থেকে হাজার হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। কারিগরি প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ।

দু’বছর আগে স্কুলছুটদের কর্মমুখী প্রশিক্ষণ দিতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা-সহ জেলাগুলিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছে। চলতি বছরে পুজোর পর মুখ্যমন্ত্রীর সেই প্রকল্প পূর্ণতা পেতে চলেছে।

নেতাজি ইন্ডোরে ২৬ এবং ২৭ নভেম্বর দেশ বিদেশের বিভিন্ন সংস্থা হাজির হবে। ওখানেই নিয়োগপত্র দেওয়া হবে বাংলার ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার নবান্নে অর্থমন্ত্রী কারিগরি শিক্ষা দপ্তরের প্রধান সচিব ও অন্য অফিসারদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই উৎকর্ষ বাংলার ব্যানারে কর্মসংস্থান সংক্রান্ত মেগা ইভেন্ট করার সিদ্ধান্ত হয়েছে।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজে অর্থমন্ত্রীকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন। এ যাবৎকালের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে নভেম্বরে। এক ছাদের নিচে হাজার হাজার ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থায় চাকরি পাচ্ছে, এমন নজির এখনও কোনও রাজ্যে নেই।

প্রসঙ্গত, ২০১৬ সালে উৎকর্ষ বাংলা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অষ্টম উত্তীর্ণ স্কুলছুটদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে শুরু করে সরকার। পরে এই প্রকল্পের অধীনে ৩০০ ঘণ্টা থেকে তিন বছরের কারিগরি প্রশিক্ষণ নেওয়া সবাইকেই অন্তর্ভুক্ত করা হয়। ২৬২টি আইটিআই, ১৫২টি পলিটেকনিক এবং ২৭৮২টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রও এই প্রকল্পের অধীনে আসে। শুধু প্রশিক্ষিত স্কুলছুট নয়, আগামী বছর লোকসভা ভোটের আগে এই বিরাট সংখ্যক প্রতিষ্ঠান থেকে পাশ করা ছেলেমেয়েদেরও নিশ্চিত চাকরি দিতে চায় বাংলার সরকার।

সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন