অগাস্ট ২৩, ২০১৮
পথের খবর নিতে ট্রলারে জিপিএস

ট্রলার দুর্ঘটনা এড়াতে জোর দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির উপর। এই বিষয়ে নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। প্রতিটা ট্রলারকে প্রযুক্তিগত ভাবে আধুনিক করতে যা খরচ পড়বে তার বেশিরভাগটাই বহন করবে ট্রলার মালিকরা। সরকারি পর্যায়ে এই বিষয়টিতে সাহায্য করার আস্বাস মিলেছে।
মৎসজীবীদের ট্রলারের প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে আধুনিক করতে জিপিএস প্রযুক্তি যুক্ত করা হবে। কাকদ্বীপ থেকে কম্পিউটার ব্যাবস্থার মাধ্যামে যুক্ত করা হবে। প্রতিটি ট্রলার পরিচালনা করার জন্য থাকছে একটি কন্ট্রোলিং সিস্টেম। সেখান থেকেই বার্তা পাঠানো হবে ট্রলারগুলিতে।
বর্তমানে ট্রলারগুলিতে যে ওয়ারলেস আছে তার ব্যাসার্থ মাত্র ২০ কিমি। এবার নয়া প্রযুক্তিতে হবে প্রায় ১০০ কিমি। দাম পড়বে প্রায় লক্ষাধিক টাকা।
প্রশাসনিকভাবে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতিটা ট্রলারে থাকবে লাইফ জ্যাকেট। এতদিন এই লাইফ জ্যাকেট ট্রলারে ছিল না।
এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, “প্রশাসন রজ্যের মৎসজীবীদের নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে। ট্রলারের নিরাপত্তা ইঞ্জিনের অবস্থা সবই দেখা হবে। প্রয়োজনে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে।”