November 8, 2016
Govt to set up panel to decongest, beautify Posta: Mamata Banerjee

Bengal Government will set up a committee to prepare a comprehensive plan for the development of Posta in Burrabazar, Chief Minister Mamata Banerjee announced on Monday. She said this while inaugurating a Jagadhatri Puja function organised by Posta traders on Monday evening.
The committee will include the Kolkata Mayor, Trinamool MP Sudip Bandopadhyay, the commissioner of Kolkata Municipal Corporation (KMC), Kolkata’s Commissioner of Police, local MLA and 10 traders who will be selected by the local trading community. The committee will meet to prepare the master plan and submit a report within three months.
“You sit and discuss the issues and come up with a master plan to carry out comprehensive development of Burrabazar,” she said, adding “there should be proper parking places and amenities for the workers”.
She said lorries are parked in the narrow lanes and by-lanes making it difficult for other vehicles and pedestrians to enter the area. “These problems need to be addressed and only a proper planning can accomplish this,” she pointed out. “It is the place where you do business and so you need to put in efforts to beautify the area,” she added.
“There are many old buildings which have not been repaired for several years. KMC has declared them dangerous and dilapidated and given notices to the owners. But despite that people continue to reside in them, risking their lives. The owners and the tenants should sit together to resolve the matter,” she maintained.
পোস্তার উন্নয়নে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর
সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করজে আমাদের কেউ রুখতে পারবে না। কাজ নিয়ে আমি কারও সঙ্গে আপস করব না। ভিড়ে ঠাসা পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্তাকে ঢেলে সাজাতে হবে। পোস্তার উন্নয়ন করতে হবে। এদিন তিনি ১০ জনের একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেন।
মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাদের কমিটিতে রাখবেন, তাদের নাম পাঠান। নগরপাল রাজীব কুমারের কাছে নামের তালিকা জমা দিতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় কোনও ঝড়গাঝাটি যেন না হয়। ভিন্ন প্রস্তাব থাকতেই পারে। মাথায় রাখতে হবে পোস্তাকে আমরা আরও ভালো করব। পোস্তায় বড় মার্কেটের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, তা হলেই এ কাজ সম্ভব। সরকার আপনাদের পাশে আছে। আপনারা সবসময় আমাদের সাহায্য করেন। যখন আলুর দাম বাড়ে, তখন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি।
তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ দ্রুত আরম্ভ করুন। সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপনের সময় যে গ্রিন করিডর তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরের কাজের প্রশংসা করেন। গোটা পোস্তা জুড়ে মোট ৪৫টি সি সি ক্যামেরা বসানো হচ্ছে।