সাম্প্রতিক খবর

অগাস্ট ১, ২০১৮

ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড তৈরী করবে রাজ্য সরকার

ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড তৈরী করবে রাজ্য সরকার

গ্রামের ছেলেমেয়েদের বন পাহারার কাজে লাগানো হবে, এর জন্য ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড তৈরী করবে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, স্থানীয় ছেলেমেয়েরা বোনের পশুপাখি, গাছপালা সবাই চেনে। তাই তারাই ফরেস্ট ডিপার্টমেন্ট ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পুলিশ ও বন দপ্তর কাজ করবে।

তিনি আরও বলেন, বনাচলের গাছ কেটে ফেলা হচ্ছে। মাফিয়ারা গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে, বন দপ্তর ও পুলিশ যাতে কঠোর ব্যবস্থা নেয় সেইমতো নির্দেশ দেওয়া হয়েছে।

সৌজন্যে: আজকাল