ফেব্রুয়ারি ৯, ২০১৯
বিদেশী সংস্থার সাহায্যে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য মৌ স্বাক্ষরিত হল
বিভিন্ন বিদেশী সংস্থা এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বিষয়ক মৌও স্বাক্ষরিত হয় সম্মেলনের দ্বিতীয় দিনে।
মৌ এক ঝলকেঃ
১. রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তর লন্ডনের পরিবহন দপ্তরের সঙ্গে মৌ স্বাক্ষর করে
২. রাজ্যের বিদ্যুৎ দপ্তর দি এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইন্সটিটিউটের সঙ্গে মৌ স্বাক্ষর করে
৩. ডব্লিউবিআইডিসি, ইউনাইটেড ইন্ডিয়া ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, দুবাই মাল্টি কমোডিটিস সেন্টার ফর ইনফ্রাস্টারাকচার, আইকেএইউএ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেদের সঙ্গে মৌ স্বাক্ষর করে।
৪. জিআইজেড সংস্থার সাথে সম্মতিপত্র সই করেছে ডব্লিউবিআইডিসি
৫. ই-কমার্স এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য, পশ্চিমবঙ্গের আইডিয়াশন টেকনোলজিস সলিউশনস, জাপানের নমুরা রিসার্চ ইন্সটিটিউট কন্সাল্টিং অ্যান্ড সলিউশন্সের সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর করেন
৬. ওয়েবেল, অ্যামাজন ইন্টারনেট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং ইলেক্ট্রনিক্স সেক্টর স্কিলস কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর করে।
৭. রাজ্য সরকারের শিল্প প্রশিক্ষণের ডিরেক্টরেট নান্দি ফাউন্ডেশনের সঙ্গে মৌ স্বাক্ষর করেন।
৮. রাজ্য মৎস্য দপ্তর, ওশানিক ইন্সটিটিউট অফ হাওয়াই প্যাসিফিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা অ্যান্ড নরওয়েগিয়ান ইন্সটিটিউট অফ ফুড, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার রিসার্চের সঙ্গে মৌ স্বাক্ষর করে।
৯. রাজ্য সরকারের প্রাণী সম্পদ দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, কৃষি বিপণন দপ্তর আরও অনেক মৌ স্বাক্ষর করে।
আন্তর্জাতিক সংস্থার ঘোষণাঃ
অ্যামাজন ইন্টারনেট সার্ভিসেসঃ বাংলার সুযোগের স্বদব্যাবহার করার ক্ষমতা আছে। ওয়েবেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা করার জন্য।
ফুজিসফটঃ রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কলকাতায় উৎকর্ষ কেন্দ্র তৈরী করা হবে। এখানে নবীশ ও পেশাদারদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে উন্নয়ন কেন্দ্র তৈরী করা।
আইকেইএঃ পরিকল্পনা নিয়েছে কলকাতায় রিটেল কেন্দ্র গড়ে তোলার, যার ফলে কর্মসংস্থান তৈরী হবে।
ব্যাসেটি গ্রুপঃ ব্যাবসা বান্ধব বাতাবরণ রাজ্যে; দক্ষ কর্মী; অনেক সাহায্য পাচ্ছে; ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগ করেছে; কলকাতার সংস্থা আরও বড় করা হবে যার ফলে আরও ২০০ থেকে ৩০০ কর্মসংস্থান হবে।
ফাইল চিত্র