সাম্প্রতিক খবর

জুলাই ১৮, ২০১৯

আজ বানতলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ বানতলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সেজে উঠছে বানতলা চর্মনগরী। আজ একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি চর্মনগরীতে মেগা লেদার ক্লাস্টারের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বানতলা চর্মনগরীতে চর্মশিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। তাই এর পরিকাঠামো-সহ একাধিক বিষয়ের উন্নয়নের ওপর জোর দিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। বিশ্ব জুড়ে বানতলা চর্মনগরীর শিল্পজাত দ্রব্য যাতে ব্যবসা করতে পারে, সে জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই মেগা লেদার ক্লাস্টার তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি ফুটওয়্যার পার্ক, লেদার গুড্স পার্ক, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রভৃতির উদ্বোধনও হল আজ। ১০৯ কোটি টাকা ব্যয়ে ৪টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা সিইটিপি-র সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এর ফলে শিল্পনগরীর দূষিত জল পুনর্ব্যবহার করা যাবে।

এছাড়া, আন্দুলগোড়িতে ৫১ একর জায়গার ওপর তৈরী হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। যেখানে ছাঁট চামড়া পরিশোধন করে সার ও অন্যান্য জিনিস তৈরী করা যাবে। সরকারি হিসেব অনুযায়ী এখানে প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে আগামী পাঁচ বছরে। ফলে কর্মসংস্থান হবে প্রায় ৩ লক্ষ মানুষের।

অর্থ, শিল্প ও বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং ই-গভর্ন্যান্স মন্ত্রী সম্প্রতি ঘোষণা করেন এই ক্লাস্টারকে বিশ্বের সেরা করতে সরকার ৫৪০ কোটি টাকা বিনিয়োগ করবে এখানে। এখানে আরও ২০০টি অতিরিক্ত ট্যানারি, ২৩০টি লেদার ইউনিট এবং ফুটওয়্যার পার্ক যোগ করার পরিকল্পনা আছে। ইতিমধ্যেই এরাজ্যের এবং ভিন রাজ্যের অনেক নামী সংস্থা রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্কের ফলে এখানে তাঁদের শাখা খুলেছেন।