সাম্প্রতিক খবর

জুলাই ১৯, ২০১৯

পূর্বাঞ্চলের প্রথম লজিস্টিক হাব তৈরী হবে বাংলায়

পূর্বাঞ্চলের প্রথম লজিস্টিক হাব তৈরী হবে বাংলায়

কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস-এর ২ দিনের বিজনেস টু বিজনেস সভায় বাংলার অর্থ, শিল্প এবং বাণিজ্যমন্ত্রী অমিত মিত্র জানালেন পূর্বাঞ্চলের লজিস্টিক হাব হবে রাজ্যে।

ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০০ কোটি মার্কিন ডলার। আগামী তিন বছরে তা বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করতে হবে, ওই সভায় এমনটাই জানালেন মন্ত্রী। তিনি জানান, “দেশের সব থেকে ভালো ওয়্যারহাউস ব্যবস্থাপনা রয়েছে বাংলায়। দেশের পূর্বাঞ্চলের লজিস্টিক হাব হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য। ফ্লিপকার্ট কল্যাণীতে কাজ শুরু করার জন্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরী করছে। তারা লজিস্টিক হাব বানাবে। ১০ হাজার যুবক-যুবতীর কাজের সুযোগ হবে”।