ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এনকেডিএর উদ্যোগে প্রথম সরকার চালিত কুকুরদের ক্রেশ

পশুপ্রেমীদের দীর্ঘদিনের চাহিদা মিটিয়ে উদ্বোধন হল রাজ্যের প্রথম সরকার চালিত কুকুরদের ক্রেশ-ক্লিনিক এবং কবরস্থানের। ১লা ফেব্রুয়ারি নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-এ এই ক্রেশের উদ্বোধন হয়।
এই ক্লিনিকটি সোমবার থেকে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। এখানে অভিজ্ঞ পশু চিকিৎসক এবং সহায়করা থাকবেন। থাকবে আউট পেশেন্ট ডিপার্টমেন্টও।
ক্রেশে ভর্তি করতে গেলে কুকুরের অভিভাবককে কিছু নথি জমা দিতে হবে – এক অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে এই কুকুরটির ফিট সার্টিফিকেট, শেষ ভ্যাক্সিনের নথি এবং রোজকার ওষুধের তালিকার প্রতিলিপি।
কুকুরটির রোজকার ওষুধও জমা দিতে হবে ক্রেশে। কোনও আপৎকালীন ওষুধ প্রয়োজন হলে সেটা কর্তৃপক্ষ দেবে। এই প্রকার কোনও চিকিৎসার খরচ সিকিউরিটি ডিপোসিট থেকে কাটা হবে।
এখানকার কবরস্থানে ২৫টি কুকুরকে কবর দেওয়া যাবে। তার জন্য এক পশু চিকিৎসকের কাছ থেকে কুকুরটির ডেথ সার্টিফিকেটও জমা দিতে হবে।