অগাস্ট ১১, ২০১৮
হলদিয়াতে ৫৫০ কোটি টাকা লগ্নি এক্সাইডের

রাজ্যের শিল্পায়নের জন্য সুখবর। চলতি অর্থ বছরে হলদিয়াতে ৫৫০ কোটি টাকারও বেশি লগ্নি করবে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কলকাতার এই ব্যাটারি নির্মাতা সংস্থা হলদিয়াতে তাদের বর্তমান কারখানার সম্প্রসারণ করার পাশাপাশি একটি ব্যাটারি থেকে সিসা বার করে তা পুনর্ব্যবহার করার লক্ষে একটি নয়া কারখানা (রিসাইক্লিং প্ল্যান্ট) তৈরি করবে। এজন্য সংস্থাটি হলদিয়াতে তাদের বর্তমান কারখানা সংলগ্ন ২০ একর জমি পেয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে। আর ওই কারখানা থেকে দু’কিলোমিটার মতো দূরে হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছ থেকে পাওয়া ২০ একর জমিতে তারা ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ে তুলবে।
পাশাপাশি, হলদিয়াতে ই-রিকশা-র জন্য বাইপোলার ব্যাটারি তৈরিও করতে পারে এক্সাইড। বাইপোলার ব্যাটারি তৈরির জন্য এক্সাইড মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা অ্যাডভান্সড ব্যাটারি কনসেপ্টস্ এলএলসি, ইউএস-এর কাছ থেকে লাইসেন্স পেয়েছে। এক বছর পরে এক্সাইড ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করারও পরিকল্পনা করেছে।
প্রসঙ্গত, গত অর্থ বছরে এক্সাইড হলদিয়াতে প্রায় ৭০০ কোটি টাকা লগ্নি করেছিল।