সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২১, ২০১৯

সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল রাজ্য সরকার

সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার সকল ভাষাকে সমান মর্যাদা দিয়েছে। বিভিন্ন ভাষাভাষী মানুষের সুবিধার্থে অনেক ভাষাকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার।

গত বছর ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮ পাস করানো হয় কামতাপুরি, রাজবংশী এবং কুর্মালি ভাষাকে সরকারি স্বীকৃতি দিতে। এর আগে ওয়েস্ট বেঙ্গল অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮র মাধ্যমে কুরুখ ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়।

সাঁওতালি ভাষা লেখার জন্য অলচিকি হরফের ব্যবহারকে বহুল প্রচাল করছে রাজ্য সরকার। সাঁওতালি ভাষাভাষীরা এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে অলচিকি হরফে।

২০১৫ সালে ডবলুবিসিএসসি আয়োজিত সেট পরীক্ষায় সাঁওতালি এবং উর্দু ভাষার ব্যবহার শুরু করা হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ৪২টি কলেজে আরবি পড়ানো হয়, ১০টি কলেজে নেপালি এবং তিনটি কলেজে ফার্সি ভাষা পড়ানো হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দার্জিলিং গভর্ন্মেন্ট কলেজে তিব্বতী ভাষা পড়ানো হয়।

জলপাইগুড়ি জেলার বানরহাটে, পশ্চিম বর্ধমানের আসানসোলে এবং দার্জিলিং জেলার হাতিঘিসায় হিন্দী মাধ্যমের স্নাতক কলেজ খোলা হয়েছে। স্নাতোকত্তর স্তরে ১০ টি বিশ্ববিদ্যালয়ে আরবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেপালি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তামিল পড়ানো হয়।

ফাইল চিত্র