সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৭, ২০১৮

সমবায়ের হাত ধরেই স্বাবলম্বী যুবরা

সমবায়ের হাত ধরেই স্বাবলম্বী যুবরা

সমবায়ের মাধ্যমে গ্রামীণ যুব সম্প্রদায়কে স্বাবলম্বী করে তুলতে হবে। এর জন্য রাজ্যের ৪৩ হাজার সমবায়কে বিশেষ উদ্যোগ নিতে হবে। গত ৬ই আগস্ট মৌলালি যুব কেন্দ্রে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন আয়োজিত দু’‌দিনের ১২তম রাজ্য সমবায় কংগ্রেসের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের সমবায়মন্ত্রী।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও উন্নত করতে রাজ্যের এক লক্ষ পরিবারকে হাঁস, মুরগি পালনের জন্য ১৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। একই রকমভাবে যুব সম্প্রদায়কে স্বাবলম্বী করে তুলতে সমবায়গুলিতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঋণের সুযোগ করে দেওয়া হচ্ছে।

এ রাজ্যে ২৮ হাজার সাধারণ সমবায়ের পাশাপাশি ১০ হাজার মৎস্য এবং ৫ হাজার দুগ্ধ সমবায় রয়েছে। রাজ্যের যুব সম্প্রদায়কে সেখানে কাজে লাগানো হবে। সমবায়ে উন্নত প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণের গুরুত্বের কথা তুলে ধরা হয় এই সম্মেলনে।