জুলাই ৭, ২০১৯
অনলাইনে হবে শিক্ষক নিয়োগ

রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুরোটাই হবে অনলাইনে । প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে এমন বড়সড় বদল আনতে চলেছে শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় এই বদলের পরিকল্পনার কথা জানান। আগে থেকেই তিনি দ্রুত নিয়োগ প্রক্রিয়ার জন্য সওয়াল করেছেন।
এর আগে প্রশ্নোত্তরেও তিনি বলেছিলেন, বেশ কিছু বদল আনা দরকার। আর এদিন জানান, এখন থেকে নিয়োগের আবেদন থেকে শুরু করে গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। স্কুলগুলি শুন্যপদের বিষয়েও এসআই-মারফত না জানিয়ে সরাসরি অনলাইনে শিক্ষা দপ্তরে জানাবে। সেই মত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ এ ব্যাপারে জেলা স্কুল পরিদর্শকের কোনও ভূমিকা থাকবে না। পরীক্ষায় সফল প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করা হবে। এক্ষেত্রে কোনও “ওয়েটিং লিস্ট” বা অপেক্ষমাণ তালিকা থাকবে না।
বিধানসভায় শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও সরল ও স্বচ্ছ করা হচ্ছে। রাজ্যের পরবর্তী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এই নিয়ম মেনেই হবে বলে তিনি জানিয়েছেন। নয়া নিয়মের খসড়া ইতিমধ্যেই রাজ্য মন্ত্রীসভার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কলেজে গ্রেস্ট টিচারের সংখ্যা আড়াই হাজার। ইউজিসি-র নিয়ম অনুযারী এই শিক্ষক-অধ্যাপকরা যোগ্যতাসম্পন্ন । তাই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় তাদের বাড়তি সুবিধা দেওয়া যেতে পারে কি না তা ভাবছে রাজ্য।
সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন