সাম্প্রতিক খবর

মার্চ ১১, ২০১৯

উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে পরিবেশ বান্ধব কটেজ

উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে পরিবেশ বান্ধব কটেজ

উত্তরবঙ্গে পর্যটনের প্রসারের লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে পরিবেশ বান্ধব কটেজ তৈরী করবে রাজ্য সরকার।

গাজোলডোবা, টাইগার হিল, টংলুতে এই কটেজগুলি যৌথ উদ্যোগে তৈরী করবে বন দপ্তরের পার্ক এবং উদ্যান শাখা (উত্তর) এবং পর্যটন দপ্তর।

গাজোলডোবায় ভোরের আলো-তে ১৫টি কটেজ তৈরী হবে, টাইগার হিলে হবে পাঁচটি কটেজ, টংলুতে পাঁচটি কটেজ দুর্গাপুজোর মধ্যেই তৈরী হয়ে যাবে।

শিলিগুড়ি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ভোরের আলো প্রকল্প তৈরী হয়েছে গাজোলডোবায়, ২১০ একর জমির ওপর।

দার্জিলিং থেকে ১১ কিলোমিটার দূরে টাইগার হিলে এক ব্রিটীশ কটেজের পাশেই গড়ে উঠবে এই নতুন কটেজগুলি। এই কাঠের কটেজগুলিতে দুজন থাকতে পারবেন। সঙ্গে থাকবে আধুনিক সমস্ত সুবিধা।

রাজ্যের সর্বোচ্চ ১২,০০০ ফুট উচ্চতায় বিখ্যাত ট্রেকিং ট্রেলের টংলুতে মহিলা ও পুরুষদের জন্য ১০ শয্যা বিশিষ্ট পৃথক দুটি ডর্মেটরি থাকবে।