সেপ্টেম্বর ২২, ২০১৮
পুজো উপলক্ষে খাদির নতুন ডিজাইন

সাম্প্রতিক সাফল্যের ওপর ভর করে রাজ্য সরকারের খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে এবারের পুজোর বাজারে খাদির নতুন ডিজাইন নিয়ে আসার।
সংস্থার পিইও বলেন, এই দুর্গাপুজোয় নতুন ডিজাইন ও ড্রেস পাওয়া যাবে। যেমন, সুতির খাদি, সিল্ক খাদি ও মসলিন খাদি। এই সব ধরনের খাদিই পাওয়া যাবে মহিলা ও পুরুষ উভয়ের জন্য, এবং সব রকম মাপে। এছাড়াও, তসর, মটকা এবং মসলিনের শাড়িও নিয়ে আসছেন তারা।
এই সবই পাওয়া যাবে খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের বিপণন কেন্দ্রগুলিতে।
পর্ষদের পিইও জানান এবছরের লক্ষ্যমাত্রা হল, ৫৩ লক্ষ বর্গ মিটার কাপড় উৎপাদন ও বাণিজ্যিক লক্ষ্যমাত্রা ৯৫ কোটি টাকা। আগের বছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবর্ষে পর্ষদের বাণিজ্য বেড়েছে ২৫ শতাংশ এবং উৎপাদন বেড়েছে ১৫ শতাংশ।