সেপ্টেম্বর ২৯, ২০১৮
বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে রাজ্য সরকার

প্রতি বছরের মত এবারেও রাজ্য সরকার প্রদান করবে বিশ্ব বাংলা শারদ সম্মান। কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোর সেরাগুলিকে সম্মাননা প্রদান করা হবে।
বিশ্ব বাংলা শারদ সম্মান সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। আবেদন পত্রও পাওয়া যাবে ওয়েবসাইট থেকে কিংবা নন্দন চত্ত্বরে অবস্থিত কলকাতা তথ্যকেন্দ্র থেকে। আবেদন পত্র দেওয়া ও জমা নেওয়া শুরু হবে, ২৮শে সেপ্টেম্বর এবং চলবে ৫ই অক্টোবর পর্যন্ত।
কলকাতায় ফর্ম দেওয়া ও জমা নেওয়া হবে দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এবং জেলা ও মহকুমায় পাওয়া যাবে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
জেলার পুজোগুলির ক্ষেত্রে ফর্ম পাওয়া যাবে জেলা/মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে।
যোগাযোগঃ feedback.bbss@gmail.com